For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বর্ষণের জের, হিমাচলে রাস্তা পরিণত হল খরস্রোতা নদীতে, দেখুন ভিডিও

দক্ষিণের রাজ্য কেরলে বৃষ্টি, বন্যার জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে। তবে পিছিয়ে নেই উত্তরের রাজ্য হিমাচলপ্রদেশও।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণের রাজ্য কেরলে বৃষ্টি, বন্যার জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে। তবে পিছিয়ে নেই উত্তরের রাজ্য হিমাচলপ্রদেশও। সেরাজ্যে অত্যধিক বৃষ্টির ফলে একেবারে বিপর্যস্ত অবস্থা। রাজ্য প্রশাসন শিমলা, কাংরা, সোলানের মতো জেলায় বিভিন্ন প্রশাসনিক দফতরের কাজ বন্ধ রাখা হয়েছে।

প্রবল বর্ষণের জের, হিমাচলে রাস্তা পরিণত হল খরস্রোতা নদীতে, দেখুন ভিডিও

তুমুল বর্ষণ ও ধসের ফলে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। এদিনও আবহাওয়া দফতর ভারী থেকে অতিভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছে রাজ্য জুড়ে। পাঁওন্টা সাহিবে ২৩৯ মিলিমিটার বর্ষণ হয়েছে। সুজানপুর তিহরায় ২৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে।

এর পাশাপাশি নেহরি, পালমপুর, শিমলা, কাংরা বিমানবন্দর, সুন্দরনগর, ধর্মশালা, জুব্বারহাট্টি, কসৌলি, বারওয়েইন, সোলান, চম্বা, ডালহৌসিও বৃষ্টির জেরে তুমুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিমলায় বর্ষণের জেরে ধস নেমেছে। মান্ডির পার্বতী উপত্যকায় বর্ষণের জেরে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জলের স্রোত এতটাই বেশি যে আশপাশের সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, কেরলে বর্ষণ ও বন্যার জেরে ৩৯ জনের প্রাণ গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। অন্তত ৫০ হাজারের বেশি মানুষ কেরলে আশ্রয়হীন হয়ে পড়েছেন। রাজ্য সরকারও নানা ক্ষতিপূরণের ঘোষণা করেছে।

English summary
Road turns a river in Himachal Pradesh's Mandi as heavy rains cause floods
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X