For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ -তে বড় ধাক্কা! উপেন্দ্র কুশওয়াহার ইস্তফা

৫ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিনই বড়সড় ধাক্কা এনডিএ শিবিরে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা ইস্তফা দিয়েছেন নিজের পদ থেকে।

  • |
Google Oneindia Bengali News

৫ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিনই বড়সড় ধাক্কা এনডিএ শিবিরে। কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা ইস্তফা দিয়েছেন নিজের পদ থেকে। পাশাপাশি এই রাষ্ট্রীয় লোক সমতা পার্টির নেতা এনডিএ ছেড়েও বেরিয়ে যাচ্ছেন বলে সূত্রের দাবি। তবে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে এনডিএ -তে বড় ধাক্কা! কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা ঘিরে জল্পনা

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে বহুদিন ধরেই আসন্ন লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সঙ্গে দূরত্ব তৈরি হয় গেরুয়া শিবিরের। আর সেই দূরত্ব ক্রমেই চিড়ি ধরাতে থাকে দুই দলের সম্পর্কে। যার ফলশ্রুতি বিহারের এই সাংসদ উপেন্দ্র কুশওয়াহার ইস্তফা।

উল্লেখ্য, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের প্রতিমন্ত্রীর পদে ছিলেন কুশওয়াহা। বিহারের করাকাট আসনের এই সাংসদ আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনকে ঘিরে বেশ কয়েকটি বিষয় নিয়ে এনডিএ-র পদক্ষেপে অসন্তুষ্ট ছিলেন কুশওয়াহা। উল্লেখ্য, বিহারের আসন রফা নিয়ে বিজেপি ও জেডিইউ আঁতাত ঘিরে মনক্ষুন্ন হয় রাষ্ট্রীয় লোক সমতা পার্টির নেতা। নিজের ঘনিষ্ঠ মহলে কুশওয়াহা জানান , যে পার্টির আসন রফার বিষয়ে বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়েও তাঁকে দেখা করতে চেয়েও তাঁকে অ্যাপয়ন্টমেন্ট দেওয়া হয়নি। এছাড়াও বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে নীতীশ-উপেন্দ্র দ্বন্দ্ব এনডিএ-র এই চিড়কে আরও জোরালো করেছে বলে ধারণা ওয়াকিবহালমহলের।

English summary
RLSP president Upendra Kushwaha may quit the BJP-led NDA Monday, a day ahead of the start of the Winter Session and triggering a realignment of political equations in Bihar. The Rashtriya Lok Samta Party chief has been targeting the BJP and Bihar Chief Minister Nitish Kumar, a key ally of the ruling party, for weeks.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X