আরকে নগরে উপনির্বাচনের গণনায় এগিয়ে শশীকলার ভাইপো দিনাকরণ
মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রয়াণের পর, তাঁর কেন্দ্র তামিলনাড়ুর আরকে নগরের উপনির্বাচনের দিকে নজর রয়েছে গোটা দক্ষিণের রাজনীতির। আর সেই উপনির্বাচনে গণনা ঘিরে সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে তামিল রাজনীতিতে। মূলত , চেন্নাইয়ের আরকে নগর বিধানসভা আসনে এদিন উপনির্বাচনে জোর লড়াই এআইএডিএমকে-র দুই বিক্ষুব্ধ গোষ্ঠী ও ডিএমকে-র মধ্যে।গণনার প্রথম থেকে এগিয়ে রয়েছেন দিনাকরণ।

এদিকে, ভোট গণনা প্রথম রাউন্ডের শেষে ৪০০০ ভোটে এগিয়ে যান শশীকলার ভাইপো দিনাকরণ। যা নিয়ে উল্লাসে ফেটে পড়েন তাঁর সমর্থকরা।
Chennai: Supporters of TTV Dhinakaran celebrate, burst crackers outside his residence as official trends indicate his lead #RKNagarByPoll pic.twitter.com/qNGVnNj0Wd
— ANI (@ANI) December 24, 2017
জয়ের দিকে এগিয়ে যাওয়া নিয়ে দিনাকরণ বলেন , গোটা এআইডিএমকে তাঁর সঙ্গে রয়েছে।
I am an independent candidate for namesake but all Party (AIADMK) workers are with me. I also have Amma's wishes: TTV Dhinakaran in #Chennai pic.twitter.com/VqF9cvM0qx
— ANI (@ANI) December 24, 2017
একদিকে শশীকলা শিবিরের টিটিভি দিনাকরণ ও অন্যদিকে পলানিস্বামী শিবিরের ই মধুসূদনের মধ্যে এদিন লড়াই হচ্ছে। এছাড়া ডিএমকের তরফে লড়ছেন এন মারুধু গণেশ। দিনাকরণ নির্দল প্রার্থী হিসাবে এখানে লড়ছেন। শুধু ডিএমকে বা এআইডিএমকে নয়, বিজেপিও এই নির্বাচনে প্রার্থী দিয়েছে।

তবে আরকে নগর উপনির্বাচনের মূল লড়াই এবশ্যই এআইডিএমকে, টিটিভি দিনাকরণ ওডিএমকে-র মধ্যে। নির্বাচনের দিন ৭৭ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। এর আগে ১২ এপ্রিল উপনির্বাচনের দিন ঠিক হয়েছিল। তবে বিতর্কের জেরে তা বন্ধ হয়ে যায়। গত বুধবারও জয়ললিতার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে মৃত্যুর আগে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি জয়ললিতাকে দেখা গিয়েছিল। যা পরে নির্বাচন কমিশন সম্প্রচার না করার নির্দেশ দেয়। প্রসঙ্গত ,এআইএডিএমকের প্রতীক নিয়ে লড়াইয়ে কিছুদিন আগেই জয় হয়েছে ই পলানিস্বামী সরকারের। হেরে গিয়েছেন শশীকলা নটরাজন ও টিটিভি দিনাকরণের গোষ্ঠী। নির্বাচন কমিশন দলীয় প্রতীক দুই পাতার চিহ্ন পলানিস্বামী গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে।