For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর বিরুদ্ধে নীতীশকে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে রাখতে চাইছে আরজেডি! বিহারে এনডিএ ভাঙতে মাস্টারপ্ল্যানে তেজস্বী

নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়ে আরজেডির তাবড় প্যাঁচ

  • |
Google Oneindia Bengali News

বিহারে এনডিএ সরকারের অন্দরে যে কলহ বহুদিনের তা সর্বজনবিদিত। বহুদিন ধরেই বিহারে নীতীশ কুমারের পার্টির সঙ্গে বিজেপির মন কষকষি খবরে আসে। এরপরই তাবড় চালে নিজের ঘুঁটি সাজিয়ে শর্ত রাখতে শুরু করল আরজেডি।

বিজেপি-জেডিইউ সংঘাত

বিজেপি-জেডিইউ সংঘাত

বিজেপি ও জেডিইউএর সংঘাত যে বড় আকার নিচ্ছে তা গতকাল জেডিইউয়ের কেসি ত্যাগীর কথাতেই স্পষ্ট। তিনি সাফ জানান বিজেপি শাসিত রাজ্যগুলি লাভ জিহাদ বিরোধী আইনে রাজি হলেও, বিহারের জেডিইউ তাতে রাজি নয়।

অরুণাচলে সংঘাত!

অরুণাচলে সংঘাত!

বিহারে জেডিইউ বিজেপির সম্পর্ক ঘনিষ্ঠ হলেও,অরুণাচল প্রদেশে তাদের মধ্যে সংঘাত চরমে। এমন এক পরিস্থিতিতে অরুণাচল প্রদেশে বিজেপিতে , জেডিইউ ছেড়ে ৬ নেতা যোগ দিয়েছেন। তারপর ব্যাপক ক্ষুব্ধ জেডিইউ। যদিও এই সংঘাতের প্রভাব বিহারের জোটে পড়বে না বলে বিজেপির সুশীল মোদী ড্যামেজ কন্ট্রোল করলেও, তা নিয়ে পরদ চড়িয়েছে আরজেডি।

মোদীর বিরুদ্ধে নীতীশ!

মোদীর বিরুদ্ধে নীতীশ!

এককালে মোদী বিরোধিতায় সরব ছিলেন নীতীশ। তবে সেই মোদীর পার্টি বিজেপির সঙ্গেই পরবর্তীকালে বিহারে তিনি জোটবদ্ধ হন। বিহার ভোটে মোদীকে সামনে বসিয়ে নিজের প্রচার পর্ব সারেন নীতীশ। এরপর নীতীশকে ২০২৪ সালে প্রধানমন্ত্রী করার প্রস্তাব আসছে খোদ নীতীশের কট্টর বিরোধী শিবির লালুর আরজেডি থেকে। যার নেপথ্যে রয়েছে চরম পাশার চাল।

 আরজেডির দাবি

আরজেডির দাবি

আরজেডি চাইছে, নীতীশ আরজেডির হাত ধরে বিহারে সরকার গড়তে রাজি হোন। এরপর বিহারে আরজেডির তেজস্বীকে মুখ্যমন্ত্রী করা হোক। সেক্ষেত্রে বিজেপি দৃশ্যপট থেকেই বাতিল! অন্যদিকে, নীতীশ বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে ২০২৪ এ প্রধান মন্ত্রিত্বের দৌড়ে মোদীর বিরুদ্ধে নামুন। তাতে নীতীশের এককালের মোদী বিরোধিতাকে উস্কানিও দিতে পারবে আরজেডি, অন্যদিকে, বিহারের মসনদ লালু পরিবারের হাতেও থাকবে। বিহারে নীতীশ বনাম বিজেপির লড়াইয়ের মাঝে আরজেডি এভাবেই মসনদ দখলে রাখার মাস্টার প্ল্যান ছকেছে বলে খবর।

মুকুল বিনা প্রথম রাজ্যের ভোটে নামছেন মমতা, পিকে কি পারবেন সাফল্য দিতেমুকুল বিনা প্রথম রাজ্যের ভোটে নামছেন মমতা, পিকে কি পারবেন সাফল্য দিতে

English summary
-RJD talks about Nitish Kumar for 2024 as PM , a new twist in Bihar Politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X