For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বিরোধিতায় নেমে বিহারে কংগ্রেস-আরজেডি জোটের হাল কী! আসন রফা কোন পথে

এরাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি না , তা এখন সময়ের হাতে তোলা! তবে বিহারের রাজনীতিতে কংগ্রেস ও আরজেডি জোটের ক্ষেত্রে উঠে আসছে নয়া অঙ্কের সমীকরণ।

  • |
Google Oneindia Bengali News

এরাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি না , তা এখন সময়ের হাতে তোলা! তবে বিহারের রাজনীতিতে কংগ্রেস ও আরজেডি জোটের ক্ষেত্রে উঠে আসছে নয়া অঙ্কের সমীকরণ। সেখানে কংগ্রেসের জন্য মাত্র ৯ টি আসন ছেড়ে রেখে, বাকি ১৯ টি আসনে প্রার্থী দিতে চলেছে লালু প্রসাদ যাদবের আরজেডি।

বিজেপি বিরোধিতায় নেমে বিহারে আরজেডি-কংগ্রেস জোটের হাল কী! আসন রফা কোন পথে

এদিকে, বিহারের বেগুসারাই থেকে সিপিআই প্রার্থী করতে চেয়েছিল জেএনইউয়ের বাম নেতা কানহাইয়া কুমারকে। তবে বিষয়টি নিয়ে এখনও কোনও রফাসূত্র বের হয়নি জোটের তরফে। তবে বিজেপি বিরোধিতার স্বার্থে সেই কাজ করাও হতে পারে বলে জোট সূত্রের দাবি। এদিকে, জানা গিয়েছে, বিহারে কংগ্রেস প্রথমে যে আসনের দাবি করেছিল, সেই আসন সংখ্যা থেকে নিজেদের অবস্থান সরিয়ে এনেছে।

[আরও পড়ুন: দলবদলের ধাক্কা উত্তরপূর্বেও! বিজেপি ছেড়ে শরিকদলে যোগ ২ মন্ত্রী, ৬ বিধায়কের][আরও পড়ুন: দলবদলের ধাক্কা উত্তরপূর্বেও! বিজেপি ছেড়ে শরিকদলে যোগ ২ মন্ত্রী, ৬ বিধায়কের]

এবার বিহারে ১১ এর জায়গায় ৯ টি আসনে লড়াই করতে রাজি কংগ্রেস। আর সেই জন্যই ১৯ টি আসনে প্রার্থী দেওয়ার রণনীতির ছক কষে নিয়েছে আরজেডি। জানা গিয়েছে ১১ টা খএেক ২ আসন যেখানে কংগ্রেস ছাড়তে রাজি হয়েছে, সেই আসন সিপিআইএমনএলকে দেওয়া হতে পারে।

[আরও পড়ুন: বিজেপিতে মোদীর বিকল্প নেই! তিনি গণনায় বিশ্বাসী নন, বললেন গডকড়ি][আরও পড়ুন: বিজেপিতে মোদীর বিকল্প নেই! তিনি গণনায় বিশ্বাসী নন, বললেন গডকড়ি]

[আরও পড়ুন:মাসুদ আজহারকে নিয়ে 'ন্য়াড়া পোড়া'! হোলির আগে মুম্বইতে যা ঘটছে][আরও পড়ুন:মাসুদ আজহারকে নিয়ে 'ন্য়াড়া পোড়া'! হোলির আগে মুম্বইতে যা ঘটছে]

English summary
After several rounds of negotiations with the RJD leadership .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X