For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার-মডেলেই জোট-সিদ্ধান্ত বুয়া-ভাতিজার! মায়াবতী-সকাশে তেজস্বী দিলেন বার্তা

বিজেপিকে আটকাতে বুয়া-ভাতিজা জোট হয়েছে উত্তরপ্রদেশে। সেই জোটকে এবার স্বাগত জানালেন তেজস্বী যাদব। বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি দাবি করেন, এই জোট বিজেপিকে হোয়াইটওয়াশ করে ছাড়বে।

Google Oneindia Bengali News

বিজেপিকে আটকাতে বুয়া-ভাতিজা জোট হয়েছে উত্তরপ্রদেশে। সেই জোটকে এবার স্বাগত জানালেন তেজস্বী যাদব। বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি দাবি করেন, এই জোট বিজেপিকে হোয়াইটওয়াশ করে ছাড়বে। শুধু উত্তরপ্রদেশেই নয়, বিহারেও হোয়াইট ওয়াশ হবে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনের প্রাক্কালে পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে।

মায়াবতীর সঙ্গে সাক্ষাৎ

মায়াবতীর সঙ্গে সাক্ষাৎ

মায়াবতীর সঙ্গে সাক্ষাৎ করে যোগী সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন আরজেডি নেতা তেজস্বী যাদব। লালপুত্র তেজস্বী বলেন, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা যেন বাবা সাহেবের সংবিধানকে আস্তাকুঁড়ে ফেলে দিতে চাইছে। তাই এই অপশাসন থেকে রাজ্য তথা দেশের মুক্তি দরকার।

মায়াবতী-অখিলেশের জোটকে স্বাগত

মায়াবতী-অখিলেশের জোটকে স্বাগত

আরএসএসকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি এখানে নাগপুর-আইন প্রয়োগ করতে চাইছে। মায়াবতী-অখিলেশের জোটকে মানুষ স্বাগত জানাচ্ছে। এইরূপ জোট গড়েই দেশকে রক্ষা করতে বিজেপিকে দিল্লির ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।

বিজেপি পাবে শূন্য

বিজেপি পাবে শূন্য

তেজস্বীর দাবি, উত্তরপ্রদেশে সব কটি আসন আসবে জোটের দখলে। বিজেপি পাবে শূন্য। তবে বিহারে মহাজোট ভেঙে যাওয়ায় বিজেপি খানিক স্বস্তিতে। জেডিইউ ও আরজেডি এখন পৃথক পথে। তাই বিহারে কঠিন লড়াই অপেক্ষা করছে শাসক-বিরোধীর মধ্যে।

নীতীশকেও বার্তা

নীতীশকেও বার্তা

উল্লেখ্য, বিহারে জেডিইউ, আরজেডি ও কংগ্রেস জোট গড়ে ক্ষমতায় এসেছিল। এরপর লালুপ্রসাদের জেলযাত্রার পর জেডিইউ জোট ভেঙে বেরিয়ে আসে। পরে বিজেপিকে সঙ্গে নিয়ে ফের সরকার গড়ে জেডিইউ। এবার লোকসভাতে নীতীশের জেডিইউ আর বিজেপির মধ্যে আসনরফা হয়েছে। তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তেজস্বী।

English summary
RJD leader Tejaswi Yadav meets with Mayawati and gives message of alliance. He says BJP will now get big zero in Lok Sabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X