For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ‘পোস্টার যুদ্ধে’ সামিল আরজেডি-জেডিইউ

বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ‘পোস্টার যুদ্ধে’ সামিল আরজেডি-জেডিইউ

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরের অক্টোবরে বিহার বিধানসভা নির্বাচনের আগে এবার রাজনৈতিক রসিকতাপূর্ণ ও ব্যঙ্গাত্মক পোস্টারের মাধ্যমে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তার উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীকে আক্রমণ করতে দেখা গেলো আরজেডিকে।

বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ‘পোস্টার যুদ্ধে’ সামিল আরজেডি-জেডিইউ

পোস্টারে এনডিএ-র এই উভয় নেতাকেই 'ঝামেলা-ইঞ্জিন' হিসাবে দেখানো হয়েছে। নীতিশ কুমারকে 'লুট এক্সপ্রেস'-এর ইঞ্জিন হিসাবে এবং সুশীল কুমার মোদীকে' ঝুট-এক্সপ্রেস'-এর ইঞ্জিন হিসাবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আক্রমণ করা হয়েছে।

পোস্টারের ছবিতে দেখা যাচ্ছে দুটি ট্রেনের ছবিতে ইঞ্জিনের জায়গা ওই দুই জেডিএইউ নেতার মুখ ব্যবহার করে লেখা হয়েছে, " বিহার কো বরবাদ কারনে ওয়ালা ট্রাভেল ইঞ্জিন।" সূত্রের খবর, জেডিইউ এবং আরজেডির মধ্যে এই পোস্টার যুদ্ধের সূত্রপাত ২০১৯ সালের সেপ্টেম্বর থেকেই।

প্রকৃতপক্ষে, এই জাতীয় পোস্টারগুলির মাধ্যমে গোটা পাটনা জুড়ে উভয় পক্ষের নেতারাই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। পাশাপাশি কয়েকদিন আগে একটি বেনামী পোস্টারের মাধ্যমে সিএএ নিয়ে মুখ না খোলায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র উপহাস করা হয়। ওই পোস্টারের মাধ্যমে তাকে নিখোঁজ ঘোষণা করা হয়।

এই প্রসঙ্গে জেডিইউয়ের মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, " আপাতদৃষ্টিতে এর মাধ্যমে আরজেডি তাদের রাজনৈতিক দেউলিয়াপোনার চরিত্রটিই আরও পরিষ্কার করছে। এই ক্ষেত্রে তাদের নিজের দলের ১৫ বছরের শাসন ব্যবস্থায় ব্যর্থতার ইতিহাসটিও মাথায় রাখা উচিত এবং তা নিয়ে আত্মসমালোচনাও করা দরকার।"

নেতাজি-জয়ন্তীতে মোদী-শাহকে গান্ধীবাদ মেনে চলার বার্তা প্রাক্তন তৃণমূল সাংসদেরনেতাজি-জয়ন্তীতে মোদী-শাহকে গান্ধীবাদ মেনে চলার বার্তা প্রাক্তন তৃণমূল সাংসদের

English summary
RJD JDU involved in poster war on the eve of Bihar assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X