For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব, পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

তৃতীয় পশুখাদ্য মামলায় ফের দোষী সাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।

  • |
Google Oneindia Bengali News

তৃতীয় পশুখাদ্য মামলায় ফের দোষী সাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। রাঁচির বিশেষ আদালত এদিন ফের পশুখাদ্য মামলায় লালুর বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। আগের মামলায় সাড়ে তিন বছরের সাজা ঘোষণার পরে এই মামলাতে লালুকে পাঁচ বছরের সাজা শুনিয়েছে আদালত।

তৃতীয় পশুখাদ্য মামলায় ফের দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব

আগের মামলায় রেহাই পেলেও এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। তাঁকেও পাঁচ বছরের জন্য কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক। দুজনকেই পাঁচ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

এদিন রাঁচির বিশেষ আদালতের রায় বেরোনোর পরে লালুর পুত্র তেজস্বী যাদব বলেছেন, বিজেপি, আরএসএস ও নীতীশ কুমার একসঙ্গে চক্রান্ত করে লালুজীকে ফাঁসানোর চেষ্টা করেছেন। এই সবকটি মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

এই নিয়ে পরপর তিনটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হলেন লালু। এই মামলায় নব্বইয়ের দশকে মাত্র ৭.১ লক্ষ টাকা কাগজে দেখিয়ে ৩৩.৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। আগের দুটি মামলায় ছাড়া পেলেও জগন্নাথ মিশ্রকে এই মামলায় আদালত দোষী বলে সাব্যস্ত করেছে।

English summary
RJD chief Lalu Prasad has been convicted in third fodder scam case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X