For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপদসীমার উপর দিয়ে বইছে ঝিলাম নদী, কাশ্মীরে বন্যা ঘোষণা কেন্দ্রের

Google Oneindia Bengali News

শ্রীনগর, ৩০ মার্চ : ভারি বৃষ্টিপাতের পর বিপদসীমার উপর দিয়ে বইছে ঝিলাম নদীর জল। আর তারই জেরে কাশ্মীরে বন্যা পরিস্থিতি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ২৪ ঘন্টার জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের উঁচু জায়গায় উঠে যাওয়ার কথা বলা হয়েছে। কারণ মূলত জলের প্রবাহ নীচের দিকেই হয়ে থাকে।

<strong>জম্মু-কাশ্মীর বন্যা: এ কোন বন্ধন? যখন পুলিশদের উদ্ধার করতে হাত বাড়াল অপরাধীরা</strong>জম্মু-কাশ্মীর বন্যা: এ কোন বন্ধন? যখন পুলিশদের উদ্ধার করতে হাত বাড়াল অপরাধীরা

<strong>(ছবি) ৬০ বছরের সবচেয়ে বড় প্লাবনে মৃত ১৫০, আটকে বহু</strong>(ছবি) ৬০ বছরের সবচেয়ে বড় প্লাবনে মৃত ১৫০, আটকে বহু

সরকারি তরফে একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, "কাশ্মীরে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যাঁরা নীচু এলাকায় মূলত ঝিলাম নদীর তীরবর্তী অঞ্চলে থাকেন তাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।"

বিপদসীমার উপর দিয়ে বইছে ঝিলাম নদী, কাশ্মীরে বন্যা ঘোষণা কেন্দ্রের

সরকারি আধিকারিকদের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৬টায় সঙ্গম (দক্ষিণ কাশ্মীর) এবং রামমুন্সি বাগ (শ্রীনগর শহরে) ঝিলামের উচ্চতা যথাক্রমে ২২.৪ ফুট এবং ১৮.৮ ফুট উঠেছে। সঙ্গমে ঝিলামের বিপদসীমা ২১ ফুট উচ্চতা এবং রামমুন্সি বাগে ১৮ ফুট।

পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু থেকে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদ। সোমবার ও মঙ্গলবার স্কুল ও কলেজের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। কাশ্মীর উপত্যকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

পালওয়ামা এবং শ্রীনগর থেকে শতাধিক মানুষ নিরাপদ স্থানে চলে গিয়েছেন। হড়কা বানের জেরে ব্রিজ ভেসে যাওয়ায় দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এবং কুলগামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। উল্লেখ্য শনিবার থেকে ভারি বৃষ্টিপাত চলছে কাশ্মীরে।

শনিবারের বৃষ্টিতে মধ্য কাশ্মীরে বুদগমে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২১টি পরিবারকে উচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরও ১৫টি পরিবারকে অন্য নিরাপদ স্থানে সরানো হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪ এপ্রিল পর্যন্ত বৃষ্টি চলবে। তবে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

English summary
Govt declares flood in Kashmir as Jhelum crosses danger mark after heavy rainfall in state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X