For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এগোচ্ছে ভারতবাসী, 'রাইজিং ইন্ডিয়া'র মঞ্চে আশ্বাসের নয়া বাণী নরেন্দ্র মোদীর গলায়

সাধারণ মানুষের উন্নতিতেই দেশের উন্নতি। রাইজিং ইন্ডিয়া সামিট-এ এসে তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

দেশের প্রশাসনের এগিয়ে যাওয়া মানেই দেশের অর্থনৈতিক প্রগতি ও উন্নতি নয়। তার পাশাপাশি আমজনতার আত্মসম্মান বৃদ্ধিও বটে। সাধারণ মানুষের উন্নতিতেই দেশের উন্নতি। রাইজিং ইন্ডিয়া সামিট-এ এসে তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাইজিং ইন্ডিয়ার মঞ্চে আশ্বাসের নয়া বাণী মোদীর গলায়

মোদীর মতে, উন্নত ভারত মানেই শুধু সেনসেক্সের উন্নতি, রেকর্ড পরিমাণে বিদেশি বিনিয়োগ নয়, আমার কাছে রাইজিং ইন্ডিয়া মানে ১২৫ কোটি ভারতবাসীর আত্মসম্মান বৃদ্ধি।

গত কয়েকবছরে দেশ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করেছে। বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভারত বিনিয়োগে আদর্শ স্থান হয়ে উঠেছে। আগের চেয়ে বিনিয়োগ কয়েক গুণ বেড়েছে। সারা পৃথিবী ভারতের উন্নতিকে অভিবাদন জানাচ্ছে। গত চারবছরে বিভিন্ন দেশের প্রধানদের এদেশে আসা কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমনটাই দাবি প্রধানমন্ত্রীর।

মোদীর বক্তব্যের অনেকটা জুড়ে ছিল উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের কথা। সম্প্রতি বিজেপি একেরপর এক উত্তর-পূর্ব ভারতের রাজ্যে জয় পেয়েছে। নানা উন্নয়নমূলক কাজ সেখানে করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে দেশের এই অংশের মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যেই কেন্দ্র কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

এর পাশাপাশি তাঁর আমলে শুরু হওয়া স্বচ্ছ্ব ভারত অভিযান নিয়েও আশাপ্রকাশ করেছেন মোদী। এখন এটা মানুষের আন্দোলন হয়ে উঠেছে বলে তিনি দাবি করেছেন। এছাড়া দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়তে ডিজিটাল লেনদেন যে বড় অস্ত্রের কাজ করেছে, সেটাও মোদী মনে করিয়ে দিয়েছেন।

গ্রামীণ শৌচকর্মের ব্যবস্থায় তাঁর সরকার বড় পরিবর্তন আনতে পেরেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। আগের ৩৯ শতাংশ এলাকা খোলা শৌচ মুক্ত ছিল। এখন তা বেড়ে ৭৮ শতাংশ হয়েছে। এবং টয়লেটের সংখ্যা দ্বিগুণ হয়ে ১৩ কোটির বেশিতে পৌঁছে গিয়েছে।

English summary
In News18 Rising India Summit, Narendra Modi lays out a CEO's assessment of country's rise in global economy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X