বলিউডে আরও এক ইন্দ্রপতন, ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ রাহুল গান্ধী থেকে ওমর আবদুল্লাহ!
এবার এল বলিউডের আরও এক তারকার জীবনাবসান। প্রয়াত গেলেন ঋষি কাপুর। ইরফান খানের মৃত্যু শোক এখনও কাটাতে পারেনি দেশ। এরই মধ্যে বজ্রাঘাতের মতো এল ঋষি কাপুরের প্রয়াণের খবরটা। বলিউড ও সিনেমা জগতের পাশাপাশি এই খবরে শোকস্তব্ধ রাজনৈতিক মহলও। টুইট করে নিজেদের সমবেদনা জানিয়েছেন রাহুল গান্ধী থেকে চন্দ্রবাবু নাইডু ও মমতা বন্দ্যোপাধ্যায়।
|
সচিন পাইলট
ঋষি কাপুরের মৃত্যুর খবরে আমি গভীর ভাবে শোকাহত। তিনি এক অসাধারণ তারকা ছিলেন এবং চিরকাল তাই থাকবেন। প্রতিটি ভারতীয়র মনে তিনি তারকা হয়ে থাকবেন। স্ক্রিনে তাঁর পারফর্মেন্স যেভাবে কয়েক কোটি মানুষকে আনন্দ দিয়ে এসেছে তা কল্পনার বাইরে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। ওম শান্তি।
|
তেজস্বী যাদব
ঋষি কাপুরের মৃত্যুর খবর পেলাম। আমি খুবই দুঃখিত। অসাধারণ এক অভিনেতা ছিলেন তিনি। তাঁকে আমরা সবাই খুব মিস করব। ঈশ্বর করুক, যেন তাঁর আত্মা শান্তিতে থাকে। ঈশ্বর যাতে তাঁর পরিবারকে শক্তি দেয় এই কঠিন সময়ে।
|
ওমর আবদুল্লাহ
ববি থেকে কর্জ, এমনকি জমানে কো দিখানা হ্যা, আপনার সিনেমা আর সংলাপ আমার ছোটবেলার অন্তরঙ্গ সঙ্গী ছিল। গুলমার্গে আপনি আপনার সেই বিখ্যাত গানের মাধ্যমে আমাদের সবার মন জ করেছিলেন। সেখানে একটি কুড়ে ঘরও বানিয়েছিলেন আপনি। এত সব ভালো জিনিসের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আত্মার শান্তি কামনা করছি।
|
চন্দ্রবাবু নাইডু
আরও এক ফিল্ম লেজেন্দের পতন। ঋষি কাপুরের মৃত্যুর খবরে আমি গভীর ভাবে শোকাহত। ফিল্ম ইন্ডাসট্রি একজন অসাধারণ অভিনেতাকে হারাল। তিনি সব সময় নিজের মনের কথা খুলে বলতেন। ঈশ্বর যাতে তাঁর পরিবারকে শক্তি দেয় এই কঠিন সময়ে, এই প্রার্থনা করছি।
|
রবি শঙ্কর প্রসাদ
হঠাৎ করে ঋষি কাপুরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি বলিউডে এক বিশাল ছাপ রেখে গিয়েছেন। ছোটবেলায় ও ছাত্রজীবনে তাঁর সিনেমা দেখে আমাদের দিন কেটেছে। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের জন্য এক বিশাল বড় লোকশান। আমার গভীর সমবেদনা। ওম শান্তি।
|
অনুরাগ ঠাকুর
ঋষি কাপুর শুধু একজন লেডেন্ড ছিলেন না, তিনি ছিলেন এক প্রতিষ্ঠানের সমান। তাঁর মৃত্যুতে একটি জমানার শেষ হল। আমনি চলে গিয়েছেন তবে আপনার কাজ চিরকাল থেকে যাবে। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তাঁর কোটি কোটি ভক্তের প্রতিও আমার সমবেদনা।

ক্যাপ্টেন অমরিন্দর সিং
আমি পুরোপুরি শকে চলে গিয়েছি ঋষি কাপুরের মৃত্যুর খবর পেয়ে। অসাধারণ একজন অভিনেতা ছিলেন তিনি। তাঁর সিনেমা দেখে কয়েক কোটি ভক্ত আনন্দ পেত। আপনাকে আমরা সবাই মিস করব। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তাঁর কোটি কোটি ভক্তের প্রতিও আমার সমবেদনা।
|
সুরেশ প্রভু
আরও একটি বাজে খবর। ঋষি কাপুর আর নেই। ববি সিনেমায় তাঁর অভিষেকের পর থেকেই বিভিন্ন সিনেমাতে যেভাবে তিনি কাজ করে গিয়েছেন তা অসাধারণ। সাধারণ মানুষের স্বার্থে তিনি যেভাবে কাজ করতেন তাও মনে রাখতে হবে আমাদের। তাঁর কোটি কোটি ভক্তরা চিরকাল তাঁকে মনে রাখবে। কাপুর পরিবারকে আমার সমবেদনা।
|
রাহুল গান্ধী
এটা একটা খুবই বাজে সপ্তাহ ভারতীয় সিনেমার জন্য। আরও এক লেজেন্ডের পতন দেখলাম আজ আমরা। একজন অসাধারণ অভিনেতা ছিলেন তিনি। তাঁকে আমরা সবাই খুব মিস করব। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।
|
মমতা বন্দ্যোপাধ্যায়
আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি মর্মাহত ঋষি কাপুরের মৃত্যুর সংবাদে। একজন ন্যাশনার আওয়ার্ড জয়ী অভিনেতা, তিনি ১৫০-রও বেশি সিনেমায় কাজ করেছে। বহু দিন ধরেই কঠিন রোগে ভুগছিলেন তিনি। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সিনেমা জগতের জন্য বড় লোকশান।
|
শশী থারুর
একজন অভিনেতাকে নয়, স্কুলের সহপাঠীকে টুইটে স্মরণ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি জানান, তাঁর থেকে উঁচু ক্লাসে পড়তেন ঋষি। কিন্তু একই স্কুলের পড়ুয়া হওয়ায় সংখ্যতা ছিল। একাধিকবার তাঁরা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে, নাটকে অংশ নিয়েছেন। প্রথম ছবি ববি থেকেই কাপুর ঘরানার ঐতিহ্য বহন করেছেন তিনি। আজ তিনি একজন ভালো বন্ধুকে হারালেন।
|
প্রকাশ জাভড়েকর
বর্ষীয়ান অভিনেতার আকস্মিক মৃত্যুতে তিনি শোকাহত। তিনি শুধুই একজন দুর্দান্ত অভিনেতা নন, একজন ভাল মানুষও ছিলেন। তাঁর পরিবার, বন্ধু, পরিজন এবং অনুরাগীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।
|
নরেন্দ্র মোদী
বহুমুখী, স্নেহময় এবং প্রাণবন্ত ... এটা ছিল ঋষি কাপুরজির চরিত্র। তিনি প্রতিভার পাওয়ারহাউজ ছিলেন। আমি সবসময় আমাদের আলাপ ও আলোচনা স্মরণ করব, এমনকি সামাজিক মিডিয়াতেও আমরা তা করতাম। তিনি চলচ্চিত্র এবং ভারতের অগ্রগতি সম্পর্কে আগ্রহী ছিলেন। তাঁর মৃত্যুতে যন্ত্রণা অনুভব করছি। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি।