For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান,চিনের বুকে কাঁপুনি ধরিয়ে মহাকাশে পাড়ি 'RISAT-2B'-এর! স্যাটেলাইটের বিশেষ গুণ চমকপ্রদ

ঘড়ির কাঁটায় তখন সাড়ে পাঁচটা । অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সেই সময় মহাকাশে পাড়ি দিয়েছে অত্যাধুনিক গুপ্তচর উপগ্রহ রিস্যাট ২ বি।

Google Oneindia Bengali News

ঘড়ির কাঁটায় তখন সাড়ে পাঁচটা । অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সেই সময় মহাকাশে পাড়ি দিয়েছে অত্যাধুনিক গুপ্তচর উপগ্রহ রিস্যাট ২ বি। আর এই উপগ্রহ পাড়ি দিতেই খানিকটা পাকিস্তান ও চিনের বুকে থরহরিকম্প লাগিয়ে দিতে পেরেছে ভারত। কারণ এবার পাকিস্তানের জঙ্গি ঘাঁটি থেকে ভারত সংলগ্ন সমুদ্রেও নজরজারি চালানো আরও সহজ হয়ে যাবে ভারতের জন্য। কী কী বিশেষত্ব রয়েছে এই উপগ্রহটিতে?

রিস্যাট ২বি-র বিশেষত্ব

রিস্যাট ২বি-র বিশেষত্ব

আগের রিস্যাট উপগ্রহগুলি থেকে অনেক বেশি শক্তিশালী এই রিস্যাট ২বি। এবার থেকে অনেক নিখুঁত উপগ্রহ চিত্র ভারতের হাতে চলে আসতে পারবে এই স্যাটেলাইটের জন্য। পাশপাশি এই স্যাটেলাইটের রাডার কাজ করবে দিনের বেলাতেও । ফলে সবমিলিয়ে তা সুবিধাজনক হবে।

পাকিস্তানের থরহরিকম্প!

পাকিস্তানের থরহরিকম্প!

উপগ্রহের সাহায্যে নিখুঁত ছবি যেমন হাতে আসবে ভারতের , তেমনই তা দিয়ে পাকিস্তানের জঙ্গি গতিবিধির ওপর ভারত নজর রাখতে পারবে বলে ধরাণা অনেকের। পাশাপাশি, সমুদ্রের ওপরেও যেহেতু এই স্যাটেলাইট নজর রাখবে ফলে, কোনও চিনা জাহাজও এই সমুদ্রের এলাকায় এলে তা নিয়েও নজরদারি চালাতে পারবে ভারত।

আকাশে ভারতের 'গোপন চোখ'

আকাশে ভারতের 'গোপন চোখ'

আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তা পেরিয়ে যাবতীয় নজরদারি চালাতে পারবে রিস্যাট ২বি। নতুন এই স্যাটেলাইট রিস্যাট-২ কে সরিয়ে এবার থেকে কাজ শুরু করে দেবে রিস্যাট ২বি।

English summary
RISAT-2B Satellite key points, cloud proof radar launched successfully
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X