For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দির তৈরিতে চাপ! লোকসভা নির্বাচনের আগে অর্ডিন্যান্সের দাবিতে পথে ভিএইচপি

শীতকালীন অধিবেশনে সরকারের ওপর চাপ বাড়াতে দিল্লি ও অযোধ্যায় সমাবেশ বিশ্ব হিন্দু পরিষদের। দক্ষিণপন্থী এই সংগঠন দাবি করেছে দিল্লির রামলীলা ময়দানে তাদের সমাবেশে দেড়লক্ষের ওপর মানুষের জমায়েত হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

শীতকালীন অধিবেশনে সরকারের ওপর চাপ বাড়াতে দিল্লি ও অযোধ্যায় সমাবেশ বিশ্ব হিন্দু পরিষদের। দক্ষিণপন্থী এই সংগঠন দাবি করেছে দিল্লির রামলীলা ময়দানে তাদের সমাবেশে দেড়লক্ষের ওপর মানুষের জমায়েত হয়েছে।

মন্দির তৈরিতে চাপ! লোকসভা নির্বাচনের আগে অর্ডিন্যান্সের দাবিতে পথে ভিএইচপি

অযোধ্যায় রামমন্দির তৈরি করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থাগ্রহণ করতে হবে। এই দাবিতেই দিল্লির রামলীলা ময়দানে জমায়েত। সমাবেশে হাজির হয়েছে আরএসএসও। তাদের দাবি আইন পদক্ষেপকে দূরে সরাতে অর্ডিন্যাস জারি করতে হবে।

মঙ্গলবার থেক বসতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী বছর সাধারণ নির্বাচনের আগে এটাই সর্বশেষ পূর্ণাঙ্গ অধিবেশন। তারই আগে চাপ বাড়ানোর চেষ্টা হিন্দু সংগঠনগুলির।

এদিন লালকেল্লার বাইরে ভিড়ের চাপ এতটাই বেশি ছিল যে, পুলিশ গেট বন্ধ করে দিতে বাধ্য হয়। এরপরেই জনতা গেট খুলে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। ছবি দেখা গিয়েছে, গেটরক্ষা করতে পুলিশ চেষ্টা করে গিয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছে, দিল্লি সংলগ্ন গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, বাঘপত এবং মিরাট থেকে লোকজন দিল্লির রাললীলা ময়দানে গিয়েছে।

অযোধ্যা কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে মুলতুবি রয়েছে। সর্বোচ্চ আদালতের তরফে জানুয়ারি মাসে শুনানির দিন ধার্য হতে পারে বলে অনুমান। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে আাদালতের নির্দেশে মন্দির তৈরি
থমকে রয়েছে। দক্ষিণপন্থী সংগঠনগুলির দাবি মন্দির তৈরির জন্য সরকারকে অর্ডিন্যান্স জারি করতে হবে।

অন্যদিকে গতমাসের পর এদিনও অযোধ্যায় জমায়েত করে বিশ্বহিন্দু পরিষদ। গতমাসে সমাবেশে অংশ নেওয়া ধর্মীয় নেতা স্বামী রামভদ্রাচার্য বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন,
১১ ডিসেম্বরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির নির্মাণ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

অন্যদিকে, শিবসেনা অভিযোগ করেছে, মন্দির নিয়ে প্রতারণা করছে বিজেপি। অযোধ্যায় গতমাসে মন্দিরের দাবিতে ভিএইচপির সঙ্গে পথে নেমেছিল শিবসেনাও।

English summary
Right wing rally for Ram Temple in Delhi and Ayodhya as Croweds Swell
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X