For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোল- ডিজেলে জিএসটি-র দাবি পেট্রোলিয়ামমন্ত্রীর, দাম বাড়লেও চলবে বর্তমান ব্যবস্থাই

পেট্রোল- ডিজেলকেও জিএসটির আওতায় নিয়ে আসার এটাই সময় বলে দাবি পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

গত দেড় মাস ধরে পেট্রোল, ডিজেলের দাম রোজ বাড়তে থাকার পরও প্রতিদিন জ্বালানির দাম ওঠা-পড়ার ওপরই অনড় থাকলেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জ্বালানির দাম কমাতে সেন্ট্রাল এক্সাইজ কমানোর দাবিকেও উড়িয়ে দিয়েছেন তিনি। সেইসঙ্গে পেট্রোল- ডিজেলকেও জিএসটির আওতায় নিয়ে আসার এটাই সময় বলে দাবি করেছেন তিনি।

পেট্রোল- ডিজেলে জিএসটি-র দাবি পেট্রোলিয়ামমন্ত্রীর, দাম বাড়লেও চলবে বর্তমান ব্য়বস্থাই

বুধবারই পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, বেশ কয়েকটি রাজ্য পেট্রোল- ডিজেলের ওপর ভ্যাট অনেকটা বাড়িয়ে দিয়েছে। ফলে পেট্রোল- ডিজেলকেও জিএসটি আওতায় আনতে এখনই চিন্তাভাবনা করা উচিত জিএসটি কাউন্সিলের। গত তেসরা জুলাই থেকে প্রতিদিনই দাম বাড়ছে পেট্রোল- ডিজেলের। এভাবেই গত ২ মাস ধরে ৭টাকারও বেশি বেড়েছে তেলের দাম। পেট্রোলিয়ামন্ত্রীর দাবি, একটানা যখন দাম কমল তখন কেউ কিছু বলল না। আর এখন সাময়িকভাবে দাম বাড়ছে, সেটাকেই বড় করে দেখানো হচ্ছে।

পেট্রোল- ডিজেলে জিএসটি-র দাবি পেট্রোলিয়ামমন্ত্রীর, দাম বাড়লেও চলবে বর্তমান ব্য়বস্থাই

প্রত্যেকদিনই দাম বাড়তে বাড়তে পেট্রোল- ডিজেলের দাম এখন রেকর্ড ছাড়িয়েছে। কলকাতাতেই ৭৩ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তা বুঝতে পেরে বুধবারই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেন পেট্রোলিয়ামমন্ত্রী। বৈঠক শেষে প্রত্যেকদিন পেট্রোল- ডিজেলের দাম ঘোষণায় হস্তক্ষেপ না করাতেই অনড় থাকলেন তিনি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণ হিসেবে আমেরিকায় হার্ভে ও ইরমা ঘূর্ণিঝড়কেই দায়ী করেছেন তিনি।

তবে সম্প্রতি বিশ্ববাজারে তেলের দাম আবার কমতে শুরু করেছে। ফলে এদেশেও তার প্রভাবে তেলের দাম কমবে বলেই আশাপ্রকাশ করেছেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

[আরও পড়ুন: পেট্রোল পাম্পে এবার ন্যায্য মূল্যের ওষুধের দোকান, মমতা নয় পরিকল্পনার পেছনে অন্য কেউ, জানুন][আরও পড়ুন: পেট্রোল পাম্পে এবার ন্যায্য মূল্যের ওষুধের দোকান, মমতা নয় পরিকল্পনার পেছনে অন্য কেউ, জানুন]

English summary
Petroleum minister Dharmendra Pradhan rules out interfering in daily revision of petrol, diesel prices, petrol, diesel should come under GST, says Pradhan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X