For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের রায়, গো মাংস নিষিদ্ধকরণে ব্যাকফুটে যেতে হতে পারে মোদী সরকারকে

গোপনীয়তা রক্ষার অধিকার সুপ্রিম কোর্ট নিজের রায়ে সুনিশ্চিত করেছে। এর ফলে কেন্দ্রের বেশ কিছু নির্দেশে বড় প্রভাব পড়তে পারে।

  • |
Google Oneindia Bengali News

গোপনীয়তা রক্ষার অধিকার নাগরিকদের মৌলিক অধিকার। একথা বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিজের রায়ে সুনিশ্চিত করেছে। এর ফলে কেন্দ্রের বেশ কিছু নির্দেশে বড় প্রভাব পড়তে পারে। তার মধ্যে অবশ্যই রয়েছে বিফ ব্যান বা গোমাংস নিষিদ্ধ করার মতো বিষয়।

কেন্দ্রের এই বিতর্কিত নির্দেশ এখন প্রশ্নের মুখে

গোমাংস নিষিদ্ধ করার ঘটনায় সারা দেশে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বারবার এই বিষয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে। মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে গো মাংস কেনা-বেচা-ভক্ষণ নিষিদ্ধ করা হলেও, মমতার মতো কিছু রাজনীতিকের বক্তব্য, এভাবে মানুষের ব্যক্তিগত পছন্দে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না। কেউ কী খাবে না খাবে সেটা তাদের নিজস্ব ব্যাপার।

ফলে গোপনীয়তা রক্ষার অধিকার সুনিশ্চিত হওয়ার পরে গোমাংস খাওয়ার অধিকার নিয়েও কেউ আদালতে দ্বারস্থ হতে পারেন এই বলে যে খাবারের অধিকারে কেন্দ্র হস্তক্ষেপ করছে। তখন তা খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট তা নিয়েও রায় দিতে পারে।

বিচারপতি জে চেলামেশ্বর নিজের ব্যক্তিগত অভিমত জানাতে গিয়ে বলেছেন, কে কী খাবে তা রাষ্ট্রযন্ত্র কাউকে বলে দিক তা উচিত নয়। কেউ কী খাবে, কার সঙ্গে মিশবে, কী বস্ত্র পরবে তা একান্তই ব্যক্তিগত বিষয়। এই নিয়ে রাষ্ট্র মতামত দিতে পারে না। ফলে এই বিষয়টি আদালতে উঠলে ফের সরকারের অস্বস্তি বাড়তে পারে।

English summary
Right to Privacy verdict could overrule beef ban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X