For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনডিএ-তে ভাঙন! আরেক রাজ্যের উপনির্বাচনের আগে চরম অস্বস্তিতে বিজেপি

উত্তর প্রদেশের উপনির্বাচনে ধরাশায়ী হওয়ার দিনেই দক্ষিণ ভারতে কেরলের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের ব্যাকফুটে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের উপনির্বাচনে ধরাশায়ী হওয়ার দিনেই দক্ষিণ ভারতে কেরলের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের ব্যাকফুটে বিজেপি। কেরলের আসন্ন উপ নির্বাচনের আগে , সেখানের এনডিএ-(ভারত ধর্ম জনা সেনা)র শরিক বিডিজেএস পার্টি নিজেদের সরিয়ে নিল জোট থেকে। বিষয়টি সম্পর্কে আজ সাংবাদিক সম্মেলন করে জোট ছাড়ার কথা স্বীকার করে নেন বিডিজিএস পার্টির সদস্যরা।

এনডিএ-তে ভাঙন! আরেক রাজ্যের উপনির্বাচনের আগে চরম অস্বস্তিতে বিজেপি

[আরও পড়ুন: মেয়রের ব্যক্তিগত জীবনই খবরের শিরোনামে! বিরোধীদের শোভন-খোঁচায় উত্তাল পুরসভা ][আরও পড়ুন: মেয়রের ব্যক্তিগত জীবনই খবরের শিরোনামে! বিরোধীদের শোভন-খোঁচায় উত্তাল পুরসভা ]

কেরলের চেনাগান্নুরে আসন্ন উপ নির্বাচনে বিজেপি-র সঙ্গে সংঘবদ্ধ হয়ে লড়া কঠিন হয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন বিডিজেএস কর্মীরা। এদিকে, ওয়াকিবহাল মহলের ধারণা , বিডিজেএস -এর মতো পার্টি কেরলে বিজেপি-র সঙ্গ ছেড়ে দেওয়াতে আরও বেশি দুর্বল হয়ে পড়ল পদ্ম শিবির। জানা গিয়েছে, রাজ্যসভায় বিজেপি-র টিকিট বণ্টন নিয়েই অসন্তোষ দেখা দিয়েছে বিডিজেএস নেতাদের মধ্যে। বিডিজেএস -এর অনেককেই রাজ্যসভায় টিকিট দেওয়ার কথা বললেও , শেষ পর্যন্ত বিজেপি তা করেনি । এদিকে, এই তত্ত্ব খারিজ করেছে বিডিজেএস -এর নেতা মন্ত্রীরা।

বিজেপি-র দাবি, যা কিছু সমস্যা দেখা যাচ্ছে তা নিজেদের মধ্যে মীমাংসা করা যেত। কিন্তু তা না হওয়াতে রাজনৈতিক দ্বন্দ্ব বেড়েছে কেরলে। উল্লেখ্য, চেনাগান্নুরের বিধায়ক সিপিএম প্রার্থী কে কে রামতচন্দ্রনের প্রয়ানের পর, আসনটি ফাঁকা হয়। আর তার জন্যই এই উপ নির্বাচন।

English summary
Rift within NDA in Kerala ahead of key bye-election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X