বিজেপিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ভাঙন! হাইকমান্ডের কাছে ফুঁসে উঠলেন ত্রিপুরার ৭ বিদ্রোহী বিধায়ক
ক্রমেই তাপ উত্তাপের পারদ চড়তে শুরু করে দিয়েছে ত্রিপুরা বিজেপিতে। সেখানে মুখ্যমন্ত্রীল পদে বিপ্লব দেবকে কিছুতেই মেনে নিতে পারছে না বিজেপির একাংশ। আর সেই নিয়েই দিল্লিতে হাইকমান্ডের কাছে দরবার করেছেন ত্রিপুরা বিজেপির ৭ বিধায়ক। উত্তরপূর্বের রাজ্যে পদ্মশিবিরের বিদ্রোহ ঘিরে পের একবার উদ্বেগে গেরুয়া হেডকোয়ার্টার।

দিল্লির দরবার ও বিপ্লব বিরোধিতা
'বিবেকানন্দের ছবি ঘরে রাখলে বিজেপি সরকার ৩০-৩৫ বছর থাকবে ক্ষমতায়', এমন বক্তব্য রেখেছিলেন ত্রিপুরার
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার খোদ তাঁর মুখ্যমন্ত্রীর গদি নিয়েই টানাটানি শুরু হল বিজেপির অন্দরে। ত্রিপুরা বিজেপির অন্দরে ৭ বিধায়ক বিপ্লব দেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাঁদের দাবি, দলের মধ্যে কার্যত 'একনায়কতন্ত্র' চালাচ্ছেন বিপ্লব দেব।

মোট কতজন বিধায়ক বিপ্লব বিরোধিতায় বিদ্রোহী!
ত্রিপুরার সুশান্ত চৌধুরী, আশিস সাহা, আশিস দাস, দিওয়া চন্দ্র রাংখাল, বুর্ব মোহন ত্রিুপুরা, পরিমাল দেব বর্মা, রামপ্রসাদ পাল, সুদীপ রায় বর্মনরা বিপ্লব দেবের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন । তাঁদের দাবি, আরও ২ বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন। তবে তাঁরা কোভিড আতঙ্কে দিল্লিতে পৌঁছে হাইকমান্ডকে অস্বস্তির কথা জানাতে পারেননি।

ত্রিপুরায় বিজেপি সরকারে কি সংকট!
এদিকে, ত্রিপুরায় বিজেপি সরকারের সামনে কোনও বড় সংকট রয়েছে কি না , তা নিয়ে প্রশ্ন উঠতেই , ত্রিপুরা বিজেপি তা নস্যাৎ করে দিয়েছে। বিপ্লব পন্থী বিধায়কদের দাবি, সরকার আপাতত নিরাপদ। কোন ৬-৭ জন বিধায়কের বিদ্রোহে কিছু সমস্যা হবে না ত্রিপুরায়।

বিপ্লব-ভাগ্য
উল্লেখ্য, বিজেপি সূত্রের খবর আপাতত হাইকমান্ড বিপ্লব বিরোধী নেতাদের বক্তব্য শুনেত তাঁদের দিল্লি ডেকে পাঠিয়েছেন। সেখানে সমস্ত পরিস্থিতির খবর শুনে তাঁদের বোঝানোর চেষ্টা করছে নাড্ডা শিবির। এদিকে, আরও এক সূত্রের দাবি, বিপ্লব দেবের প্রতি সুনজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফলে বিপ্লব দেবকে সহজে ত্রিপুরার মসনদ থেকে টলানো সম্ভব নয়।
'আপনার জমির দিকে কেউ চোখ তুলে তাকাকে পারবে না! ' বার্তা দিয়ে মোদী সরকার নিয়ে এল 'সম্পত্তি কার্ড'