For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে আরও কড়া শাস্তির সুপারিশ সুপ্রিম কোর্টের

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩১ মার্চ : পথ দুর্ঘটনায় নামমাত্র শাস্তির বিষয়টি পর্যালোচনা করার সুপারিশ করল দেশের সর্বোচ্চ আদালত।

বেপরোয়া ও অসতর্ক হয়ে গাড়ি চালিয়ে বিপদ ঘটানো চালকদের আরও কঠোর শাস্তি হওয়া উচিত বলে মনে করছে সুপ্রিম কোর্ট।

এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (ক) ধারা প্রয়োগ করে অভিযুক্তকে সর্বোচ্চ দুই বছরের সাজা ও জরিমানার বিধান রয়েছে যা ঘটনা বিশেষে অনেকটাই কম বলে মনে করছে আদালত।

বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে আরও কড়া শাস্তির সুপারিশ সুপ্রিম কোর্টের


এদিন আদালত জানায়, নেশার ঘোরে গাড়ি চালান বহু মানুষ যা অত্যন্ত অন্যায়ের। আইন কড়া না হওয়ায় অনেকেই গাড়ি চালানোর সময় উদাসীনতা দেখান যা মোটেই কাম্য নয়। একইসঙ্গে আদালতের এটাও পর্যবেক্ষণ যে, দরিদ্রদের জীবনের মূল্য বিত্তবানদের থেকে কোনও অংশে কম নয়। ধনী তথা সমাজের উঁচুতলার মানুষরা সহজেই এই সাজা এড়িয়ে যেতে পারেন। সেইজন্যই আইন প্রণেতাদের আরও কঠোর আইন প্রণয়ন করা উচিত বলে মত দেন বিচারপতি দীপক মিশ্র ও প্রফুল্ল সি পান্থের ডিভিশন বেঞ্চ।

২০০২ সালে মুম্বইয়ের ফুটপাতে পথচারিকে পিষে দেয় বলিউড তারকা সলমন খানের গাড়ি। সেই মামলায় গতকালই সলমনের গাড়ির চালক সব দোষ নিজের ঘাড়ে নিয়ে জানিয়েছেন যে, ঘটনার সময় তিনিই গাড়ির স্টিয়ারিং হাতে ছিলেন, সলমন নন। ঠিক তার পরের দিন আদালতের এমন পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

English summary
Rich and Powerful Aren't Punished Enough for Rash Driving, Says Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X