For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেশন কার্ড থাকলেই বিশেষ এটিএম থেকে চাল পাওয়া যাবে! কোথায় শুরু হল এমন পদক্ষেপ

রেশন কার্ড থাকলেই বিশেষ এটিএম থেকে চাল পাওয়া যাবে! কোথায় শুরু হল এমন পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

আগে রেশনের দোকানের সামনে লম্বা লাইন দিয়ে চাল, ডাল , গম নেওয়ার রীতি দেখা গিয়েছে। এবার যুগের সঙ্গে তাল মিলিয়ে এই নিয়মেও কিছু হেরফের দেখা যাবে! লাইন হয়তো থাকবে, তবে তা রেশন দোকানের সামনে নয়, এক বিশেষ ধরনের এটিএম এর সামনে।

কোন এটিএম থেকে বের হবে চাল?

কোন এটিএম থেকে বের হবে চাল?

জানা গিয়েছে, এবার বিশেষ এক রাইস এটিএমের কথা ভাবছে কর্ণাটক সরকার। সেখানে রেশন কার্ড থাকলেই এই বিশেষ এটিএম থেকে চাল, ডাল, গম তোলা যাবে। সেরাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের আওতায় এই কাজ হবে।

 কেমন ভাবে চলবে রাইস এটিএম?

কেমন ভাবে চলবে রাইস এটিএম?

কর্ণাটক সরকারের প্রকল্প বলছে, ২৪ ঘণ্টাই এই চালের এটিএম খোলা থাকবে। যাতে মানুষ নিজের পছন্দের মতো সময়ে সেখানে গিয়ে প্রয়োজনীয় খাবার নিতে পারেন। ফলে এবার রেশন দোকানের থেকে খানিকটা ভিড় ভাগ করে নেবে এই রেশন এটিএমগুলি।

কোন কোন দেশে রয়েছে রাইস এটিএম?

কোন কোন দেশে রয়েছে রাইস এটিএম?

জানা গিয়েছে, চালের এটিএম এর আগে ইন্জোনেশিয়া ও ভিয়েৎনামে দেখা গিয়েছে। সেখানে কোভিড ১৯ এর মহামারীর সময় বিনামূল্যে এই ধরনের এটিএম থেকে চাল সরবরাহ করা হয়েছে।

কত খানি চাল পাওয়ার আশা?

কত খানি চাল পাওয়ার আশা?

প্রাথমিকভাবে যে মেশিনের হাত ধরে এই প্রকল্পের রাস্তায় কর্ণাটক সরকার গিয়েছে, সেই মেশিনগুলিতে ১০০ থেকে ৫০০ কেজি চাল রাখার বন্দোবস্ত করা হচ্ছে। একটি বিশেষ কয়েন মেশিনে দিলেই নির্দিষ্ট পরিমাণ তাল বেরিয়ে আসবে।

মেট্রো রেলের সফর নিয়ে সরকারের জারি করা নয়া নিয়ম একনজরেমেট্রো রেলের সফর নিয়ে সরকারের জারি করা নয়া নিয়ম একনজরে

English summary
‘Rice ATMs’ to provide food grains 24×7 to ration cardholders s Karnataka plans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X