For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিয়েন্ডার পেজের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন রিয়া পিল্লাই

Google Oneindia Bengali News

লিয়েন্ডার পেজের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন রিয়া পিল্লাই
মুম্বই, ২৩ জুন : কিংবদন্তী টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ও মডেল রিয়া পিল্লাইয়ের সম্পর্কের চিড় তো আগেই ধরেছিল এবার তা আরও গভীর হতে শুরু করল। একদা লিভ ইন সম্পর্কে থাকা লিয়েন্ডার পেজ ও তাঁর বাবার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন রিয়া। স্থানীয় মেট্রোপলিটান আদালতে এবিষয়ে অভিযোগও দায়ের করেছেন রিয়া।

লিয়েন্ডারের আইনজীবী মৃদুলা কদন জানিয়েছেন, "আমাদের বলা হয়েছে, রিয়া পিল্লাই লিয়েন্ডার পেজ ও তাঁর বাবা ভেস পেজের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছেন। এবং খোরপোশবাবদ প্রতিমাসে ৪ লক্ষ টাকা দাবি করেছেন।" আইনজীবী এও জানিয়েছেন যে গত শনিবার এই মামলা দায়ের করেন রিয়া পিল্লাই। আগামী ৩০ জুন এই মামলার শুনানি হবে।

লিয়েন্ডারের আইনজীবী জানিয়েছেন, আমরা এখনও রিয়া পিল্লাইয়ের করা অভিযোগের কপি হাতে পাইনি। তাই এখনই এবিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগের কপি একবার হাতে পাওয়ার পরই কী পদক্ষেপ মক্কেলের তরফে নেওয়া হবে তার বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজেদের অভিযোগে রিয়া জানিয়েছেন, কার্টার রোডের বাড়িতে তাঁকে ও তাঁর মেয়েকে ঢুকতে বাধা দেন লিয়েন্ডারের বাবা ভেস পেজ। এমনকী সম্পত্তি তৃতীয় ব্যক্তির কাছে স্থানান্তর বন্ধের দাবিও করেছেন তিনি।

রিয়া জানিয়েছেন, মেয়েকে যে স্কুলে পড়ানো হয় তাঁর খরচ অনেক বেশি। লিয়েন্ডার গত দুবছর ধরে কোনও আর্থিক সহায়তা করেননি রিয়াকে। ফলে তিনি নিজের জন্য ৩ লক্ষ টাকা ও মেয়ের জন্য ৯০,০০০ টাকা খোরপোশ দাবি করেছেন।

রিয়া জানিয়েছেন তাঁর আইনজীবী মৃণালিনী দেশমুখ গার্হস্থ্য হিংসা আইনের আওতায় মামলা দায়ের করেছেন। বান্দ্রা কোর্টে শনিবার সন্ধ্যাবেলায় এই মামলাটি দায়ের করা হয়েছে। লিয়েন্ডারের সঙ্গে তাঁর বাবা ভেস পেজেরও নাম রয়েছে এই অভিযোগে।

গত মাসে লিয়েন্ডার পেস মেয়ের স্থায়ী হেফাজত চেয়ে অভিবাবকত্ব পিটিশন দায়ের করেছিলেন। লিয়েন্ডারের আইনজীবী জানিয়েছেন, সেই পিটিশনেরই পাল্টা জবাব দিতে রিয়া পিল্লাই তাঁর মক্কেলের উপর গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন।

English summary
Rhea Pillai accuses Leander Paes of domestic violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X