For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার থেকে টাকা তুললেও লাগবে ট্যাক্স! ১ সেপ্টেম্বর থেকে নতুন কর কাঠামো

এবার থেকে টাকা তুলতে গেলেও লাগবে ট্যাক্স। ২ শতাংশ কর টাকার উৎস থেকেই কেটে নেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে।

  • |
Google Oneindia Bengali News

এবার থেকে টাকা তুলতে গেলেও লাগবে ট্যাক্স। ২ শতাংশ কর টাকার উৎস থেকেই কেটে নেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে। ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্য.কর হচ্ছে। তবে তা প্রযোজ্য হবে এক কোটি টাকা তোলার ক্ষেত্রে।

 এবার থেকে টাকা তুললেও লাগবে ট্যাক্স! ১ সেপ্টেম্বর থেকে নতুন কর কাঠামো

প্রত্যক্ষ কর পর্যদের তরফ থেকে জানানো হয়েছে, যদি কেউএই আর্থিক বছরে, ৩১ অগাস্টের মধ্যে ১ কোটি টাকা তুলে থাকেন, তাহলে এর পরবর্তী টাকা তোলার ক্ষেত্রে ২ শতাংশ
করে উৎসমূলে কর ধার্য হবে।

কেন্দ্রীয় বাজেটেই বলা হয়েছিল, বছরে ১ কোটি টাকার বেশি তোলার ক্ষেত্রে ২ শতাংশ কর ধার্য করা হবে। নগদ বিহীন অর্থনীতিকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছিল। এব্যাপারে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সিবিটিডি। তারপরেই বলা হয় ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর করা হবে। ফলে ১ সেপ্টেম্বরের আগে হওয়া কোনও টাকা তোলার ক্ষেত্রে নতুন কর প্রয়োগ কার্যকর হবে না।

English summary
Revenue department says 2 per cent TDS on cash withdrawals of over Rs 1 crore from September 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X