For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুনের ১ বছর আগে শিনাকে সতর্ক করেছিল বিধি : 'মা খারাপ কিছু ঘটাতে পারে...আমায় বিশ্বাস কর'

Google Oneindia Bengali News

মুম্বই, ২১ নভেম্বর : খুন হওয়ার ১ বছর আগে শিনাকে মার বিষয়ে সাবধান করেছিলেন ইন্দ্রাণী মুখার্জীর দ্বিতীয় পক্ষের মেয়ে বিধি মুখার্জী। সিবিআই চার্জশিটে জানিয়েছে ইন্দ্রাণীর তরফে শিনার প্রাণনাশের হুমকির সম্ভাবনা রয়েছে তা শিনাকে আগে থেকে জানিয়েছিলেন তাঁর সৎ বোন বিধি। ২০১১ সালের মার্চ মাসে একটি এসএমএস করে বিধি শিনাকে জানায় এই কথা।

সিবিআই-এর মতে শিনা এবং প্রাক্তন মিডিয়া কিংবদন্তী পিটার মুখার্জীর ছেলে রাহুল ২০১১ সালে শিনার সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন। এই সম্পর্কে পিটার ও ইন্দ্রাণী কারোরই মত ছিল না। ২০১১ সালের মার্চ মাসে এই নিয়ে চার জনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। বারবার বারণ করা সত্ত্বেও পিটারের আত্মীয়ের বিয়েতে রাহুল ও শিনা যায়।

খুনের ১ বছর আগে শিনাকে সতর্ক করেছিল বিধি : 'মা খারাপ কিছু ঘটাতে পারে...আমায় বিশ্বাস কর'

চার্জশিট অনুসারে এই তর্কের পরেই বিধি শিনাকে একটি এসএমএস করে যাতে সে জানায়, "তুমি ও রাহুল সাবধানে থেকো। মা কিন্তু তোমাদের নিয়ে খুব চিন্তায় আছে। আমি তোমাদের সতর্ক করতে চাইছি। যা কিছু হতে পারে। কাউকে কিছু বোলোনা তাহলে আমায় মেরে ফেলবে. যদিও নাও মারে মা তাহলে খব খারাপ কিছু করতে পারে। আমি তোমাদের মতামত চাই এই বিষয়ে। মা বলেছে এই সম্পর্কটা ভাঙতে চায় না। বরং দুজনের মধ্যে একজনকে রাস্তা থেকে হঠাতে চায়। আমি এই মাত্র শুনলাম।"

অন্যদিকে তদন্তকারীদের মতে শিনা বোরা খুনের সম্ভাব্য উদ্দেশে্য বা মোটিভ জানা গিয়েছে। তাদের মতে শিনা ও রাহুলের সম্পর্কে অমত ছাড়াও শিনার হত্যাকাণ্ডের মূলে রয়েছে সম্পত্তি বিষয়ক কলহ। বিশেষ করে ১৩০০কোটি টাকার লেনদেন।

২০১০ সালে, সিবিআই জানিয়েছিল, মেয়েকে দক্ষিণ দিল্লিতে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন ইন্দ্রাণী। কিন্তু রাহুলের সঙ্গে তার সম্পর্ক জানার পরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাপ দেওয়ার জন্য ওই ফ্ল্যাটটি ১.১০ কোটি টাকায় বিক্রি করে দেন ইন্দ্রাণী। অভিযোগ এরপরই শিনা মুম্বইয়ে একটি ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য মাকে ব্ল্যাকমেল করতে থাকে। বলে ফ্ল্যাট কিনে না দিলে তাঁর মেয়ে হওয়ার প্রমাণ শিনা সবাইকে জানিয়ে দেবে।

শুধু তাই নয়, চার্চশিটে এটাও উল্লেখ করা হয়েছে যে, ইন্দ্রাণী মিখেইলকে দিয়েও শিনাকে রাহুলের থেকে দূরে সরে যাওয়ার জন্য চাপ দিইয়েছিল। তা না হলে মিখেইল গুয়াহাটির সম্পত্তির ভাগ পাবে না বলেও জানিয়ে দেন ইন্দ্রাণী।

তদন্তকারীদের মতে সঞ্জীব খান্নারও একটি স্বার্থ ছিল। বিধি ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার মেয়ে। শিনা রাস্তা থেকে সরে গেলে সম্পত্তির ভাগ পাবে বিধিই । সেই কারণেই ইন্দ্রাণীর শিনা খুনে মদত দিয়েছিলেন সঞ্জীব।

English summary
A year before murder, Sheena Bora was warned by half-sister: ‘Mama will do something bad… trust me’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X