For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নিরাপত্তায় গাফিলতি! অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের

পঞ্জাব (Punjab) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)নিরাপত্তায় গাফিলতি সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির (Retired Judge) নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। এব্যাপারে চার সদস্যের

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাব (Punjab) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)নিরাপত্তায় গাফিলতি সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির (Retired Judge) নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। এব্যাপারে চার সদস্যের তদন্ত কমিটি গড়া হয়েছে। এখনও পর্যন্ত এব্যাপারে যেসব তদন্ত শুরু করা হয়েছে, তা বন্ধ করে দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

কমিটিতে যাঁরা থাকবেন

কমিটিতে যাঁরা থাকবেন

সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া কমিটিতে থাকবেন চণ্ডীগড়ের ডিজিপি, এনআইএ-র আইজি, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং পঞ্জাবের অতিরিক্ত ডিজিপি। এর নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে হওয়া শুনানিতে এদিন এই নির্দেশ দেওয়া হয়েছে।

সব ধরনের তদন্ত বন্ধের নির্দেশ

সব ধরনের তদন্ত বন্ধের নির্দেশ

সুপ্রিম কোর্টের তরফে এব্যাপারে এখনও পর্যন্ত যেসব তদন্ত শুরু করা হয়েছে, তা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তদন্ত চালানোর পাশাপাশি পঞ্জাব সরকারের তরফে তদন্ত শুরু করা হয়েছিল।

কেন্দ্রকেও তুলোধনা সুপ্রিম কোর্টের

কেন্দ্রকেও তুলোধনা সুপ্রিম কোর্টের

এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকেও তুলোধনা করে। বিচারপতি হিমা কোহলি কেন্দ্রকে নিশানা করে বলেন, এমন ধারনা তৈরি করা হচ্ছে, তাতে আগে থেকেই মনোভাব তৈরি করে ফেলা হয়েছে। সেই কারণে কেন আদালতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে অপর বিচারপতি সূর্যকান্ত বলেছএন, কেন্দ্রের শোকজ নোটিশও বিতর্কিত। একই নোটিশে বলা হয়েছে তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে, আবার সেখানেই বলা হচ্ছে কারা দোষী। কে তাদের দোষী সাব্যস্ত করল, কোথায় তদন্ত হল?

 ব্লু-বুক আইন অমান্য

ব্লু-বুক আইন অমান্য

কেন্দ্রের তরফে শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, আগে থেকেই সফর চূড়ান্ত ছিল। পথের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। সঙ্গে সঙ্গে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবসময়ই বিকল্প পথ ভেবে রাখা হয়।
কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, ভাতিন্ডা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেয় ডিজিপি এসপিজিকে রুট ক্লিয়ার রয়েছে, তা বলার পরেই।
সলিসিটর জেনারেল বলেছেন, যে ঘটনা ঘটেছে তা গোয়েন্দা ব্যর্থতার কারণে। যেখানে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তার ১০০ মিটারের মধ্যে পৌঁছে গিয়েছিল প্রধানমন্ত্রীর কনভয়। যার দায় ডিজিপির বলে মন্তব্য করেছেন তিনি। সেদিনের ঘটনাকে এসপিজি আইন এবং ব্লু বুক আইনের অমান্য করা হয়েছে বলে সওয়ালে বলেছেন তুষার মেহতা।

আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়েছিল পঞ্জাব সরকার

আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়েছিল পঞ্জাব সরকার

৫ জানুয়ারি বুধবার ভাতিন্ডা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে ফিরোজপুর যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সড়কপথে রওনা দেন প্রধানমন্ত্রী। সভারস্থল থেকে প্রায় ১০ কিমি দূরে ফ্লাইওভারের মুখে কৃষকদের বিক্ষোভের কারণে প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ে। যা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির তরফে পঞ্জাব সরকারকে নিশানা করা হয়েছিল। পাল্টা সুপ্রিম কোর্টে শুনানিতে পঞ্জাব সরকারের আইনজীবী বলেছেন, এই মামলায় রাজনীতি জড়িয়ে রয়েছে। কেন্দ্রের তরফ থেকে তারা বিচার পাবেন না। কীভাবে কেন্দ্র নোটিশ জারি করতে পারে, তা নিয়েও প্রশ্ন ছিল পঞ্জাব সরকারের। আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবি করা হয়েছিল পঞ্জাব সরকারের তরফে।

খবরে থাকার উপায় আছে তাঁর কাছেও! শান্তনু ঠাকুরকে 'সমর্থন' করে 'ট্রাভেলার'দের নিশানা দিলীপেরখবরে থাকার উপায় আছে তাঁর কাছেও! শান্তনু ঠাকুরকে 'সমর্থন' করে 'ট্রাভেলার'দের নিশানা দিলীপের

English summary
Retired Supreme Court judge will head four member enquiry panel on alleged PM's security breach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X