For Quick Alerts
For Daily Alerts
ভাঙল ৬ বছরের রেকর্ড, জানুয়ারিতে খুচরো মুদ্রাস্ফীতি পৌঁছল ৭.৫৯%-এ
ফের ভাঙল রেকর্ড। জানুয়ারিতে খুচরো মুদ্রাস্ফীতি ৭.৫৯ শতাংশে পৌঁছে গিয়েছে। বিশেষ করে খাবারের জিনিসের দাম বেড়েছে। সরকারি তথ্য থেকে বুধবার এমনটাই জানা গিয়েছে।

২০১৯-এর ডিসেম্বরে ভোক্তা মূল্যসূচক ছিল ৭.৩৫ শতাংশ। যা গত বছরের শুরুতে ছিল ১.৯৭ শতাংশ। অন্যদিকে গত মাসে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি ছিল ১৩.৬৩ শতাংশ। ২০১৯-এর জানুয়ারিতে যা ছিল (-) ২.২৪ শতাংশ। ডিসেম্বরে যা ছিল ১৪.১৯ শতাংশ।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-র মে মাসের পরেই এই মুদ্রাস্ফীতি হল সর্বোচ্চ।
এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক তাদের সুদের হার অপরিবর্তিত রেখেছে। মূলত মুদ্রাস্ফীতির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্চে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কলকাতায় কর্মসূচি
Government of India: Retail inflation rises to 7.59 per cent in January 2020 from 7.35 per cent in December 2019. pic.twitter.com/kQHpsS7wrR
— ANI (@ANI) February 12, 2020