৬ বছরের সর্বাধিক মুদ্রাস্ফীতি জানুয়ারিতে, করোনা ভাইরাসের ধাক্কা অর্থনীতিতে
দেশের অর্থনীতির বেহাল দশা ফের প্রকাশ্যে। গত ৬ বছরে সর্বাধিক খুচরো মুদ্রাস্ফীতি হয়েছে ২০২০ সালের জানুয়ারি মাসে। এর থেকেই স্পষ্ট জানুয়ারি মাসে জিনিসের দাম অগ্নিমূল্য ছিল। এই মুদ্রাস্ফীতি ারও উদ্বেগ বাড়িয়েছে অর্থনীতিবিদদের।

খুচরো মুদ্রাস্ফীতি ৬ বছরে রেকর্ড
দেশের আর্থিক অবস্থা উন্নতির দিকে না গিয়ে আরও অবনতির দিকে যাচ্ছে। ২০২০ সালেও দেশের মুদ্রাস্ফীতি চরম অবস্থায় পৌঁছেছে। জানুয়ারি মাসে খুচরো মুদ্রাস্ফীতির রেকর্ড বৃদ্ধি হয়েছে। ৬ বছরে যা রেকর্জ বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। আরবিআই রেপোরেট অপরিবর্তি রেখেছে। এর থেকে রেপোরেট কমানো সম্ভব নয় বলে জানিয়েছে।

করোনা ভাইরাসের প্রভাব
গত এক মাস ধরে ভারতে সবজি আমদানিতেও ধাক্কা খেয়েছে। ১০ শতাংশ কম সবজি আমদানি হয়েছে ভারতে। যার অন্যতম কারণ চিনের করোনা ভাইরাসের দাপট। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিও বাজারে প্রভাব ফেলেছে বলে মনে করছে অর্থনীতিবিদরা।

দাম আরও বাড়বে বলে আশঙ্কা
অর্থনীতিবিদরা কোনও আশার আলো দেখাতে পারেননি। তাঁরা জানিয়েছেন আগামী কয়েকমাসে জিনিসের দাম আরও বাড়বে। দুগ্ধ জাত সামগ্রির দামও বাড়বে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের প্রভাব না কাটা পর্যন্ত চিন থেকে সবজি আমদানি করা যাবে না। যার জেরে যোগান সংকট তৈরি হবে বাজারে।