For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকা সোনার দাম ৫০ হাজার ছাড়িয়ে রেকর্ড ভাঙছে! কী পরিস্থিতি সোনালী ধাতুর বাজারে

  • |
Google Oneindia Bengali News

ফের নতুন রেকর্ডের পথে সোনা ও রুপোর দাম। এদিনও পাকা সোনার দাম পুরনো রেকর্ড ভেঙে নতু রেকর্ডের পথে এগিয়ে গিয়েছে। ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে এদিন সকাল থেকেই সোনার দাম ঘোটক গতিতে ছুটে চলেছে।

 সোনার দাম

সোনার দাম

এদিন পাকা সোনার দাম বেড়ে ৫০ হাজার৪৮০ টাকা হয়েছে ১০ গ্রামে। মুম্বইয়ের পাইকারি বাজারেও ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সোনার দাম। এমন পরিস্থিতিতে দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 রুপোর দাম

রুপোর দাম

১ কেজিতে গতকালই রুপোর দাম ৫০ হাজারের অঙ্ক ছুঁয়ে ফেলেছে।তবে সাড়ে ১০ টার কিছু পর রুপোর দাম খানিকটা কমতে শুরু করে। ০.১৯ শতাংশ কমে রুপোর দাম। তবে এখনও তা ঘোরাফেরা করছে ৫০ হাজারের আশপাশে।

 সোনার দাম ও ভারত

সোনার দাম ও ভারত

গোটা দেশে গয়নার সোনার দাম নির্ভর করে রাজ্যের ভিত্তিতে। সোনার গয়না সংক্রান্ত ক্ষেত্রে শুল্ক ও বিভিন্ন রাজ্যসরকারি পদক্ষেপের ওপর এই দামের ওঠানামা নির্ভর করে।

সোনার দামের চড়া হার

সোনার দামের চড়া হার

সোনার দাম ২০১৮ সালের মাঝ বরাবর বাড়তে শুরু করেছে। সেই সময় থেকেই একটু একটু করে চড়া হারে সোনার দাম এগোতে থাকে। এরপর ২০১৯ সালের অগাস্ট নাগাদ রীতিমতো চড়া হয়ে যায় সেই দাম। এরপর করোনার মরশুমে আট বছরে সবচেয়ে বেশি দামী হতে থাকে সোনা।

বুধবার বাধা পাওয়ার পর বৃহস্পতিবার ফের চায়ে পে চর্চায় ! মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিজেপি রাজ্য সভাপতিরবুধবার বাধা পাওয়ার পর বৃহস্পতিবার ফের চায়ে পে চর্চায় ! মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিজেপি রাজ্য সভাপতির

English summary
Retail Gold Price goes past Rs. 50, 000 in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X