For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের ফল ঘোষণার দিন পিছিয়ে যাচ্ছে! আচমকাই অনিশ্চয়তার বাতাবরণ

এবার অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে গণনা হতে পারে। ফলে পিছিয়ে যেতে পারে লোকসভা নির্বাচন ফল ঘোষণা দিন।

Google Oneindia Bengali News

ইভিএম মেশিনে কারচুপি করা হচ্ছে বিরোধী দলগুলি একাধিকবার সরব হয়েছে। এমনও অভিযোগ উঠেছে যে, ভিভিপ্যাট মেশিন ব্যবহার করা হলেও, ভিভিপ্যাট মেশিন থেকে বেরিয়ে আসা স্লিপ মিলিয়ে দেখা হয় না। এবার অন্তত ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে গণনা হতে পারে। ফলে পিছিয়ে যেতে পারে লোকসভা নির্বাচন ফল ঘোষণা দিন।

পাঁচ দিন পিছিয়ে যাবে ফলাফল

পাঁচ দিন পিছিয়ে যাবে ফলাফল

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যদি ৫০ শতাংশ ভিভিপ্যাট মেশিনের স্লিপ মিলিয়ে দেখা হয়, অন্তত পাঁচ দিন পিছিয়ে যাবে ফল ঘোষণার দিন। অর্থাৎ ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ছিল। স্বাভাবিক নিয়মে ইভিএম মেশিন থেকে পাওয়া ফলাফল চূড়ান্ত হয়ে যায় বিকেলের মধ্যেই। এবার ভিভিপ্যাট মেশিনের স্লিপ মেলাতে গেলে চূড়ান্ত ফল জানতে ২৮ মে হয়ে যেতে পারে।

ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে গণনায় দেরি

ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে গণনায় দেরি

২১টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল স্লিপ মিলিয়ে দেখার দাবি জানিয়েছিল। একই সঙ্গে তারা এমন দাবি জানিয়েছিল, কমপক্ষে মোট স্লিপের অর্ধেক মিলিয়ে দেখা হোক। এই দাবিতেই সুপ্রিম কোর্টে মামলা করা হয়। সেই মামলাযর শুনানি চলাকালীনই সুপ্রিম কোর্টে এই যুক্তি খাঁড়া করেছে নির্বাচন কমিশন।

পূর্ব নির্ধারিত দিন পরিবর্তিত হতে পারে

পূর্ব নির্ধারিত দিন পরিবর্তিত হতে পারে

এবার মোট সাত দফায় লোকসভা ভোট হচ্ছে। ভারতের সপ্তদশ সাধারণ নির্বাচন শুরু হচ্ছে ১১ এপ্রিল। শেষ দফার ভোট হবে ১৯ মে। তারপর ২৩ মে ভোট গণনার দিন স্থির হয়। ওই দিনেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করে। কিন্তু এখন ভিভিপ্যাট মেশিনের স্লিপ মিলিয়ে দেখতে হলে পূর্ব নির্ধারিত দিন পরিবর্তিত হতে পারে।

ফল ঘোষণা হতে পারে ২৮ মে

ফল ঘোষণা হতে পারে ২৮ মে

শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সওয়াল করা হয়, অন্তত অর্ধেক ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখতে হলে ফল প্রকাশ করতে অনেক বেশি সময় লাগবে। সেক্ষেত্রে ফল ঘোষণা দিন পরিবর্তিত হয়ে হতে পারে ২৮ মে। নির্বাচন কমিশনের ব্যাখ্যা, দেশের বহু বিধানসভা কেন্দ্রে ৪০০-র বেশি বুথ রয়েছে। ওই সব বুথের ভিভিপ্যাট স্লিপ গণনা করতে গেলে অন্তত ৫ দিন সময় বেশি লাগবে। বর্তমানে ভিভিপ্যাট স্লিপে কোন বারকোড নেই। তা গণনা করতে হবে হাতে।

English summary
Result of Lok Sabha Election 2019 announcement may be delayed. Due to VVPAT machine ship check it may be delayed at least 5 days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X