For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে কাশ্মীর থেকে উঠল সবরকম নিয়ন্ত্রণ, স্বাভাবিক জনজীবন সবজেলায়

নবরাত্রির আগে নিয়ন্ত্রণ মুক্ত হল কাশ্মীর। উপত্যকার সব জেলা থেকে প্রত্যাহার করা হল নিরাপত্তার সব কড়াকড়ি। ৩৭০ ধারা বিলোপের পর থেকে উপত্যকা জুড়ে যে নিয়ন্ত্রণ বহাল করা হয়েছিল আজ তা সম্পূর্ণ তুলে নেওয়া

Google Oneindia Bengali News

নবরাত্রির আগে নিয়ন্ত্রণ মুক্ত হল কাশ্মীর। উপত্যকার সব জেলা থেকে প্রত্যাহার করা হল নিরাপত্তার সব কড়াকড়ি। ৩৭০ ধারা বিলোপের পর থেকে উপত্যকা জুড়ে যে নিয়ন্ত্রণ বহাল করা হয়েছিল আজ তা সম্পূর্ণ তুলে নেওয়া হল। কাশ্মীরের ২২টি জেলা থেকেই প্রত্যাহার করে নেওয়া হল কড়া নিরাপত্তার নিয়ন্ত্রণ। জম্মু ও কাশ্মীরের জনসংযোগ দফতরের সচিব এমকে দ্বিবেদী জানিয়েছেন, ১০৫ টি থানায় এলাকায় নিরাপত্তা শীথিল করা হয়েছে। কাজেই ২২টি জেলাতেই কোনও কড়াকড়ি থাকছে না।

অবশেষে কাশ্মীর থেকে উঠল সবরকম নিয়ন্ত্রণ, স্বাভাবিক জনজীবন সবজেলায়

গত ৫ অগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। একাধিক জায়গায় কার্ফু জারি হয়েছিল। সময়ের সঙ্গী সঙ্গে ধীরে ধীরে সেগুলি শীথিল করা হয়। আজ কাশ্মীরের ২২টি জেলা থেকেই নিরাপত্তার কড়াকড়ি প্রত্যাহার করে নেওয়া হয়েেছ। কাশ্মীর এখন কেন্দ্র শাসিত অঞ্চল। অন্যদিকে লাদাখও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

গত মাস থেকেই উপত্যকার একাধিক স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছিল। দোকান বাজারও বসতে শুরু করে। কিন্তু স্থানীয় জঙ্গিরা জোর করে দোকান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করছিল। তাদের কথা না শুনে দোকান খোলায় এক ব্যবসায়ীর পরিবারে হামলাও চালিয়েছিল জঙ্গিরা। পরে তাকে নিকেশ করে সেনা বাহিনী।

[ বিহার ও হিমাচলে অতি ভারী বর্ষণের পূর্বাভাস, ১৫টি জেলায় লাল সতর্কতা][ বিহার ও হিমাচলে অতি ভারী বর্ষণের পূর্বাভাস, ১৫টি জেলায় লাল সতর্কতা]

৩৭০ ধারা বিলোপের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজে গিয়ে সেখানে প্রায় দিন ১৫ ছিলেন। উপত্যকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি নিজে তদারকি করেছেন। উপত্যকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তারপরে ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে পরিস্থিতি।

 [কাশ্মীরে তিন 'বিদেশি জঙ্গি'কে এনকাউন্টারে নিকেশ করল সেনা] [কাশ্মীরে তিন 'বিদেশি জঙ্গি'কে এনকাউন্টারে নিকেশ করল সেনা]

English summary
Restrictions have been eased in all 22 districts in Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X