For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় স্বার্থ মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনতে হবে! কেন্দ্রকে বার্তা শীর্ষ আদালতের

অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করা হয়েছিল, এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের সঠিক পরিস্থিতিটি কী? অনুরাধা ভাসিনের দায়ের করা একটি আবেদনে শীর্ষ আদালত জানিয়েছে, যে সরকার কাশ্মীরের কী কী ব্যবস্থা নিয়েছে

  • |
Google Oneindia Bengali News

অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করা হয়েছিল, এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের সঠিক পরিস্থিতিটি কী? অনুরাধা ভাসিনের দায়ের করা একটি আবেদনে শীর্ষ আদালত জানিয়েছে, যে সরকার কাশ্মীরের কী কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে অ্যাটর্নি জেনারেল যেন একটি রিপোর্ট দেন। এরপর জানানো হয় যে, মোদী সরকার চাইছে কাশ্মীরের সংবাদমাধ্যম যাতে সহজ খাতে কাজ করতে পারে, তার জন্য সমস্ত রকমের সাহায্য দেওয়া হচ্ছে। যাবতীয় আলোচনা শুনে আদাসত জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা নিয়ে কেন্দ্রকে সাফ বার্তা দেয়।

সংবাদমাধ্যমের পরিস্থিতি কী রকমের?

সংবাদমাধ্যমের পরিস্থিতি কী রকমের?

এদিনের মামলায় মোদী সরকার সাফ জানিয়েছে আদালতকে যে, কাশ্মীরের যে সমস্ত সংবাদপত্র রয়েছে তাদের কাজ যাতে সহজভাবে চলছে। আর সংবাদমাধ্যমের কাজ যাতে সহজ খাতে বইতে পারে, তার জন্য সমস্ত রকমের সাহায্য় সরকার করছে। এফএম নেটওয়ার্ক, টিভি চ্যানেল সমস্ত কিছুই চলছে স্বাভাবিক নিয়মে। টিফ জাস্টিস রঞ্জন গগৈ, এসএ নজির,এস এ বোবড়ের বেঞ্চে এদিন এই মামলার শুনানি হয়।

 জাতীয় স্বার্থে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক

জাতীয় স্বার্থে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক

এদিন , অ্যাটর্নি জেনারেলের একাধিক তথ্যের প্রেক্ষিতে চলছিল মামলা। আর মামলার শুনানির সময় , কাশ্মীরের হিংসা নিয়ে বার্তা আসতেই শীর্ষ আদালত জানিয়ে দেয় যে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি যেন রক্ষা করা হয়। পাশাপাশি, শীর্ষ আদালতের নির্দেশ, 'সিলেক্টিভ বেসিস' এ এই কাজ সম্পন্ন করতে হবে ।

কাশ্মীরে একটিও গুলি চলেনি!

কাশ্মীরে একটিও গুলি চলেনি!

জম্মু ও কাশ্মীরে গত ৫ অগাস্ট যেদিন থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছে, সেদিন থেকে 'একটিও গুলি' কাশ্মীরে চলেনি বলে এদিন আদালতকে জানিয়ে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল। তিনি জানান, ১৯৯০ সাল থেকে ২০১৯ ৫ অগাস্ট পর্যন্ত কাশ্মীরে ৪১, ৮৬৬ জনের মৃত্যু হয়েছে। ঘটেছে, ৭০, ০৩৮টি হিংসার ঘটনা। মৃত্যু হয়েছে ১৫,২৯২ জওয়ানের মৃত্যু।

<strong>[ রাজীব কুমারের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই ! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার]</strong>[ রাজীব কুমারের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই ! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার]

[ অমিত শাহের 'হিন্দি' ক্ষতে প্রলেপ দিতে তৎপরতা! নিজেদের মতো করে 'মাতৃভাষা দিবস' উদযাপনের পরিকল্পনা][ অমিত শাহের 'হিন্দি' ক্ষতে প্রলেপ দিতে তৎপরতা! নিজেদের মতো করে 'মাতৃভাষা দিবস' উদযাপনের পরিকল্পনা]

English summary
Restore Normalcy In Jammu and Kashmir says Supreme court tpo Modi Government .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X