For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর প্রদেশের এসপি বিএসপি জোটকে সম্মান! মতাদর্শগত যুদ্ধে লড়াই, বললেন রাহুল

উত্তর প্রদেশে অখিলেশ এবং মায়াবতীর এসপি-বিএসপির রাজনৈতিক জোটকে তিনি সম্মান করেন। যদিও কংগ্রেস সভাপতি জানিয়ে দেন তাঁর দল উত্তরপ্রদেশে পূর্ণশক্তিতেই লড়াই করবে।

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে অখিলেশ এবং মায়াবতীর এসপি-বিএসপির রাজনৈতিক জোটকে তিনি সম্মান করেন। যদিও কংগ্রেস সভাপতি জানিয়ে দেন তাঁর দল উত্তরপ্রদেশে পূর্ণশক্তিতেই লড়াই করবে।

রাজনৈতিক সিদ্ধান্ত

রাহুল গান্ধী বলেছেন, বিএসপি এবং এসপি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। এবার উত্তরপ্রদেশে কংগ্রেস কতটা শক্তিশালী, সেটা তাদের দেখাতে হবে। পূর্ণ শক্তিতেই উত্তরপ্রদেশে তারা লড়াই করবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী। দুবাই সফররত কংগ্রেস সভাপতিকে যখন ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য অখিলেশ-মায়াবতীর রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন করা হয়, তখন এমনই উত্তর দেন রাহুল।

বিজেপির সঙ্গে মতাদর্শগত যুদ্ধ

বিজেপির সঙ্গে মতাদর্শগত যুদ্ধ

রাহুল গান্ধী বলেন, উত্তর প্রদেশে নিজের শক্তিতে লড়াই করবে কংগ্রেস। কেননা কংগ্রেসের সঙ্গে বিজেপির যুদ্ধটা মতাদর্শগত। কংগ্রেসকে মায়াবতীর আক্রমণ প্রসঙ্গে রাহুল বলেন, রাজনীতিতে ভালবাসার বিশ্বাস দিয়েই কংগ্রেস সেগুলোকে গ্রহণ করছে। উত্তরপ্রদেশে কংগ্রেস নিজেরাই নিজেদের জায়গায় তৈরি করপবে বলে জানিয়েছেন রাহুল।

উত্তর প্রদেশের মানুষকে দেওয়ার আছে কংগ্রেসের

উত্তর প্রদেশের মানুষকে দেওয়ার আছে কংগ্রেসের

উত্তর প্রদেশের মানুষকে অনেক কিছু দেওয়ার আছে কংগ্রেসের। বলেছেন রাহুল। তিনি বলেন বিএসপি এবং এসপি নেতাদের তিনি খুবই সম্মান করেন। তাঁরা যেটা করতে চান, তারা করুন। বলেছেন রাহুল।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক

রাহুল গান্ধী দুবাইয়ে বলেন, পাকিস্তানের সঙ্গে তারা শান্তির সম্পর্ক চান। কিন্তু সম্পর্কের জন্য কোনও হিংসা বরদাস্ত করা হবে না।

( ছবি সৌজন্য: টুইটার)

English summary
Respect SP-BSP alliance decision; will fight LS polls with full capacity in UP told Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X