For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে পাশ হওয়া সিএএকে সম্মান করুন, রামলীলা ময়দান থেকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর

Google Oneindia Bengali News

যে জায়গায় মোদীর জনসমাবেশ ছিল, তার ঠিক অদূরেই পুরনো দিল্লির দরিয়াগঞ্জে শুক্রবারই ব্যাপক ঝামেলা হয়। নতুন আইন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, এ প্রসঙ্গে বিরোধীদের দিকে আঙুল তুলে প্রধানমন্ত্রী বলেন, '‌কিছু রাজনৈতিক দল গুজব ছড়াচ্ছে, তারা মানুষকে বিপথে চালিত করছে এবং উস্কানি দিচ্ছে। আমি তাদের প্রশ্ন করতে চাই যে, আমরা যখন কোনও অনুমোদনহীন কলোনিকে অনুমোদন দিই, তখন কি তাঁদের ধর্ম জিজ্ঞাসা করেছি?‌ কোন রাজনৈতিক দলকে তাঁরা সমর্থন করে জিজ্ঞাসা করেছি?‌ ১৯৭০, ১৯৮০ সালের নথি চেয়েছি তাঁদের কাছ থেকে?‌’‌

সিএএকে সম্মান দিন, মোদীর হুঁশিয়ারি

মোদী তাঁর স্লোগান '‌সবকা সাথ, সবকা বিকাশ’‌ প্রসঙ্গে বলেন, '‌হিন্দু, মুসলিম, শিখ, ক্রিস্টান সকলেই কেন্দ্র সরকারের প্রকল্পের আওতায় সুবিধাভোগী, যাঁরা এখানে থাকেন তাঁরাই সুবিধা পাবেন। আমরা কেন এটা করব?‌ কারণ আমার দেশের ভালোবাসা নিয়ে বাঁচি।’‌

আসন্ন দিল্লি বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই বিডেপির প্রচার শুরু হয়ে গেল। রামলীলা ময়দানে অনুষ্ঠিত এই জনসভায় অনুমোদনহীন কলোনির বাসিন্দারা উপস্থিত ছিলেন। এই মাসের শুরুর দিকে, দিল্লির অনুমোদনহীন কলোনীর বাসিন্দাদের মালিকানার অধিকার দেওয়ার জন্য সংসদে ন্যাশনাল ক্যাপিটল টেরিটরি অফ দিল্লি (অনুমোদনহীন কলোনিগুলিতে বাসিন্দাদের সম্পত্তি অধিকারের স্বীকৃতি) বিল, ২০১৯ পাশ করেছে। লোকসভায় ২৮ নভেম্বর এই বিল পাশ হয় এবং রাজ্য সভায় পাশ হয় ৪ ডিসেম্বর।

English summary
Stand Up And Respect Parliamentarians, said pm on new CAA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X