For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেনা পথে হেঁটে ফের এনডিএ-তে যোগ দিচ্ছে নীতীশ কুমারের জেডিইউ

চেনা পথে হেঁটে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহর আমন্ত্রণ গ্রহণ করে জেডিইউ যোগ দিচ্ছে এনডিএতে।

  • |
Google Oneindia Bengali News

রাস্তা তৈরিই ছিল, ছিল আমন্ত্রণও। সেই চেনা পথে হেঁটে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহর আমন্ত্রণ গ্রহণ করে জেডিইউ যোগ দিচ্ছে এনডিএতে। এদিন জেডিইউ-এর জাতীয় কার্যকরী কমিটির বৈঠকে এনডিএ-তে যোগ দেওয়ার রেজোলিউশন পাশ হয়। এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিতে কোনও বাধা রইল না।

চেনা পথে হেঁটে ফের এনডিএ-তে যোগ দিল নীতীশ কুমারের জেডিইউ

এদিকে জেডিইউ-র বিক্ষুব্ধ গোষ্ঠী শরদ যাদবের নেতৃত্বে এদিন নীতীশ কুমারের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। এখানেই জেডিইউ-র বৈঠক চলছিল। তবে সেসব পাত্তা না দিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে ফের একবার জেডিইউ যোগ দিতে চলেছে বলে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে।

এই ঘটনা সামনে আসার পরই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ফের একবার চাঁচাছোলা ভাষায় নীতীশ কুমারকে আক্রমণ করেছেন। পাশাপাশি বলতে ছাড়েননি বিহারে বিজেপির উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকেও।

জেডিইউ-র বৈঠক নিয়ে লালু বলেছেন, এটা বিজেপির বৈঠক। পাশাপাশি তাঁর বক্তব্য, নীতীশ কুমার ও সুশীল মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে নাক খত দিয়েছেন। কারণ তাঁরা দুজনেই দুর্নীতিতে জড়িত। এখন দেখার কখন জেডিইউ আনুষ্ঠানিকভাবে এনডিএতে যোগ দেওয়ার ঘোষণা করে।

English summary
Resolution to join NDA passed by Nitish Kumar led JDU in Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X