For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সমর্থিত রাজ্যে মন্ত্রিসভায় বড় রদবদল

কাঠুয়া কাণ্ডের জেরে জম্মু ও কাশ্মীর মন্ত্রিসভা বড় রদবদল। সোমবার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন স্পিকার কবিন্দার গুপ্তা। এর আগে উপমুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন নির্মল সিং।

  • |
Google Oneindia Bengali News

কাঠুয়া কাণ্ডের জেরে জম্মু ও কাশ্মীর মন্ত্রিসভা বড় রদবদল। সোমবার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন স্পিকার কবিন্দার গুপ্তা। এর আগে উপমুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন নির্মল সিং। রাজ্যপাল এনএন ভোরা নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

বিজেপি সমর্থিত রাজ্যে মন্ত্রিসভায় বড় রদবদল

এদিন শপথ নেওয়া বিজেপির নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন সত শর্মা, জিকে মান্যাল, সুনীল শর্মা। রাজীব জাসরোটিয়া এবং শক্তি পরিধারকে ক্যাবিনেট মন্ত্রীর পর্যায়ে উন্নিত করা হয়েছে। অন্যদিকে পিডিপির তরফে মহম্মদ আসরাফ মীর এবং মহম্মদ খলিল বন্দকে ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দল তাঁকে তিনবছর পর পরিবর্তনের দায়িত্ব দিয়েছে। তিনি মানুষের চাহিদা পূরণের চেষ্টা করবেন বলে জানিয়েছেন কবিন্দার গুপ্তা। জম্মু, কাশ্মীর এবং লাদাখের মানুষের জন্য তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। জনগণের রায়েই রাজ্যে জোট সরকার চলছে বলেও জানিয়েছেন তিনি।

জম্মুর আরএসএস ও বিজেপি নেতৃত্ব অভিযোগ ছিল পিডিপির কাছে আত্মসমর্পণ করেছে রাজ্য বিজেপি। এছাড়াও কাঠুয়া কাণ্ড নিয়ে দুই মন্ত্রী অভিযুক্তদের পক্ষ নেওয়ায় বিপাকে পড়ে বিজেপি। দুই মন্ত্রী আগেই ইস্তফা দিয়েছিলেন। রবিবার বিকেলে ইস্তফা দেন মন্ত্রী নির্মল সিং।

বিজেপির সাধারণ সম্পাদক রাম বাধব জানিয়েছেন, মন্ত্রিসভার রদবদল আর কাঠুয়া কাণ্ডের মধ্যে কোনও সম্পর্ক নেই।

English summary
Reshuffle in Jammu and Kashmir cabinet after Kathua incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X