For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ মাসে তৃতীয় হাইপ্রোফাইল পদত্যাগ আরবিআই-তে! কেন্দ্র-আরবিআই সংঘাতের জেরেই কি সরলেন ডেপুটি গভর্নর?

Google Oneindia Bengali News

এর আগে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল। এর পরপরই পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের অন্যতম ডেপুটি গভর্নর বিরল আচার্য। এই ঘটনার ১৫ মাসের মধ্যেই ফের এক হাইপ্রফাইলের ধাক্কা রিজার্ভ ব্যাঙ্কে। আজ শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ডেপুটি গভর্নর এনএস বিশ্বনাথন।

বর্ধিত মেয়াদের আগেই পদত্যাগ

বর্ধিত মেয়াদের আগেই পদত্যাগ

আগামী জুন মাসেই মেয়াদ শেষ হতে চলেছিল এনএন বিশ্বনাথনের। তার আগে এভাবে তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। যদিও বিশ্বনাথন নিজে জানিয়েছেন যে চিকিৎসকের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। গতবছরের জুন মাসে মেয়াদ ফুরিয়ে গেলেও একবছর মেয়াদ বাড়ানো হয়েছিল বিশ্বনাথনের। তবে তিনি সেই বর্ধিত মেয়াদের পুরো কার্যকালের আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

এর আগে সরে দাঁড়িয়েছিলেন উর্জিত প্যাটেলও

এর আগে সরে দাঁড়িয়েছিলেন উর্জিত প্যাটেলও

প্রসঙ্গত, প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত বিশ্বনাথন। এই কারণেই বিশ্বনাথনের এভাবে মেয়াদের আগে পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কারণে সরে দাঁড়িয়েছিলেন উর্জিত। এরপর সরেছিলেন বিরলও। এর আগে কেন্দ্রের সঙ্গে বনিবনা না হওয়ায় সরে দাঁড়িয়েছিলেন রঘুরাম রাজনও।

২৯ বছর রিজার্ভ ব্যাঙ্কে কাজ করেছেন বিশ্বনাথন

২৯ বছর রিজার্ভ ব্যাঙ্কে কাজ করেছেন বিশ্বনাথন

২৯ বছর রিজার্ভ ব্যাঙ্কে কাজ করেছেন বিশ্বনাথন। অফিসে তাঁর শেষ কাজের দিন হতে চলেছে ৩১ মার্চ। ২০১৬ সালের জুন মাসে ডেপুটি গভর্নর পদে বসানো হয়েছিল তাঁকে। ডেপুটি গভর্নর হিসাবে ব্যাঙ্কিং আইন, সমবায় ব্যাঙ্ক, আর্থিক স্থিতিশীলতা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কে পরিদর্শনের উপর নজর রাখতেন। এর আগে আরবিআই-এর প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার পদে কাজ করেছিলেন বিশ্বনাথন।

কী কারণে সরলেন বিশ্বনাথন?

কী কারণে সরলেন বিশ্বনাথন?

অর্থনীতিতে স্নাতোকত্তর বিশ্বনাথন ভারতীয় কর্পোরেট সেক্টরে বেশ কিছু বদল এনেছিলেন। এদিকে বিশ্বানাথন বলেন, তাঁর চিকিৎসক তাঁকে বেশি পড়াশোনা করতে ও চিন্তা করতে বারণ করেছেন। সেই বিধিনিষেধের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

English summary
Reserve Bank of India Deputy Governor N S Vishwanathan resigns three months before tenure end
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X