For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিছুটা কাবু হলেও গ্রীষ্মেও চলবে করোনার প্রকোপ! ফের ছড়াতে পারে কোন আবহাওয়ায়, জানাচ্ছেন গবেষকরা

অনেকেই আশা করেছিলেন গ্রীষ্মের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের বিদায় হবে। কিন্তু গবেষকরা জানিয়েছেন তা হওয়ার নয়। কেননা মার্চে অনেক দেশে গ্রীষ্মের শুরু হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অনেকেই আশা করেছিলেন গ্রীষ্মের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের বিদায় হবে। কিন্তু গবেষকরা জানিয়েছেন তা হওয়ার নয়। কেননা মার্চে অনেক দেশে গ্রীষ্মের শুরু হয়ে গিয়েছে। সেখানেও দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। গবেষকরা জানাচ্ছেন, গ্রীষ্মেও ভারতে বেঁচে থাকবে করোনা ভাইরাস। তবে পারদ নামার সঙ্গে সঙ্গে সে তার দাপট দেখাতে শুরু করবে।

গরম এবং স্যাঁতস্যাতে আবহাওয়াতেও সংক্রমণ

গরম এবং স্যাঁতস্যাতে আবহাওয়াতেও সংক্রমণ

ভারতের গবেষকরা নিশ্চিত যে, গরম এবং স্যাঁতস্যাতে আবহাওয়াতেও সক্রিয় থাকবে করোনা ভাইরাস। গরম আবহাওয়ায় ড্রপলেট থেকে করোনার সংক্রমণের সম্ভাবনা কম থাকলেও, কোনওভাবেই সংক্রমণ থামবে না বলে মনে করছেন গবেষকরা।

উদাহরণ অস্ট্রেলিয়া

উদাহরণ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াতেও ছড়িয়েছে করোনার সংক্রমণ। এই মুহুর্তে অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল চলছে। তা সত্ত্বেও সেখানে কমপক্ষে ৪০০ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে এবং ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সতর্কতা জারি রাখতে হবে

সতর্কতা জারি রাখতে হবে

গবেষকরা বলছেন, আবহাওয়ার ওপর নির্ভর না করে নতুন করে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এড়িয়ে চলতে হবে বড় জমায়েত।

শীতে ফের করোনার সংক্রমণ বাড়তে পারে

শীতে ফের করোনার সংক্রমণ বাড়তে পারে

গবেষকরা বলছেন উদ্বেগের বিষয় হল শীত আসতেই ফের করোনার সংক্রমণ বাড়তে পারে। ভারতের মতো দেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করেছেন গবেষকরা।

এইচ ওয়ান এন ওয়ানের মতো সংক্রমণ জারি থাকবে

এইচ ওয়ান এন ওয়ানের মতো সংক্রমণ জারি থাকবে

২০০৯ সালে ছড়িয়ে পড়েছিল এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস। সেই ভাইরাস এখনও সংক্রমণ ছড়ায়। করোনাও এই ভাইরাসের মতোই সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করছেন নিউ জার্সি মেডিক্যাল স্কুলের গবেষক ডেভিড সেনিমো।

English summary
Researchers says, Novel Coronavirus will survive in Indian Summer and reappear in Winter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X