করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্বের থেকেও অধিক কার্যকরী মাস্ক, জানাচ্ছে সমীক্ষা
করোনা সংক্রমণ নিয়ে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন তথ্য। সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত গবেষণায় উঠে আসা তথ্যানুযায়ী, বিশ্বের যেসকল স্থানে করোনা সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে, সেসব স্থানে সামাজিক দূরত্বের থেকেও অধিক কার্যকরী ভূমিকা নিয়েছে মাস্ক। প্রায় কয়েক হাজার মানুষকে সংক্রমণের হাত থেকে বাঁচিয়েছে মাস্ক,বলছে এই নতুন গবেষণা।

গৃহবন্দি থাকার থেকেও অধিক কার্যকরী মাস্ক
ওই গবেষণাপত্র থেকেই জানা গেছে, গৃহবন্দি থাকা বা শারীরিক দূরত্ব বজায় রাখার থেকেও অধিক কার্যকরী ভূমিকা পালন করেছে মাস্ক। সমীক্ষা থেকে জানা গেছে, করোনার ভয়াবহ তাণ্ডবের মাঝে উত্তর ইতালিতে ৬ই এপ্রিল এবং নিউইয়র্কে ১৭ই এপ্রিল মাস্ক পরা বাধ্যতামূলক করার পরেই উল্লেখযোগ্য ভাবে অনেকটাই কমে আসে সংক্রমণের পরিমাণ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমী বা পিএনএএস-এ প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি।

মাস্ক পরা বাধ্যতামূলক করার পরেই সংক্রমণের হার কমেছে
গবেষক দলের মতে, "মাস্ক পড়া বাধ্যতামূলক করার পরেই সংক্রমণের হাত থেকে রক্ষা পান অনেকে। ইতালিতে ৬ই এপ্রিল থেকে ৯ই মের মধ্যে প্রায় ৭৮,০০০ এবং নিউইয়র্কে ১৭ই এপ্রিল থেকে ৯ই মের মধ্যে প্রায় ৬৬,০০০ মানুষ সংক্রমণের হাত থেকে রেহাই পান।" ফলত গৃহবন্দি হওয়ার থেকেও মাস্ক পরার উপরে জোর দিচ্ছেন গবেষক থেকে চিকিৎসক, সকলেই।

বায়ুবাহিত সংক্রমণে বাধার ফলেই আক্রান্তের সংখ্যায় ভাটা
গবেষক দলের মতে, মাস্ক পরা বাধ্যতামূলক হওয়ার পরেই নিউইয়র্কে প্রায় ৩% সংক্রমণ কমে, যদিও দেশের বাকি অংশে ছবিটা একই থাকে। এই প্রসঙ্গে এক গবেষক জানিয়েছেন, ইতিপূর্বে ইতালি ও নিউইয়র্কে সামাজিক দূরত্ব, কোয়ারেন্টাইন, আইসোলেশন, জীবাণুমুক্ত করার নানা পদ্ধতি চালু থাকায় করোনা সংক্রমণকে কিছু সময়ের জন্য বেঁধে রাখা সম্ভব হয়, কিন্তু জনসাধারণকে মাস্ক পড়তে বাধ্য করার ফলে বায়ু মারফত সংক্রমণ অনেকটাই রোধ হয়

আমেরিকায় প্রতিবাদ জমায়েতে মাস্ক পরার আর্জি
গবেষকরা জানিয়েছেন, "বায়ুর ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার মাধ্যমে দেহের শ্বাসনালী মারফত শরীরে সংক্রমণ ঘটায় করোনা ভাইরাস। মাস্ক পরার ফলে সেই রাস্তা বন্ধ হয়।" একইসাথে শুক্রবার মার্কিন সরকারের রোগ নিয়ন্ত্রক বিভাগের পক্ষ থেকে সমস্তরকমের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আয়োজকদের কাছে মাস্ক ব্যবহারের আর্জি জানানো হয়। যেহেতু করোনা সংক্রমণের প্রধান পথ দেহের শ্বাসনালী, তাই ত্রি-স্তরীয় কাপড়ে মুখ ঢাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বাতাসের মাধ্যমে সংক্রমণও করোনা প্রাদুর্ভাবের বড় কারণ হতে পারে, বলছে গবেষণা