For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্যা বিধ্বস্ত গুজরাতে আকাশপথে পরিদর্শনে যাচ্ছেন মোদী, ত্রাণ শিবিরে ২৫ হাজার মানুষ

বন্য়াবিধ্বস্ত রাজস্থান ও গুজরাতে ত্রাণ পরিষেবা চালু করতে অভিযান শুরু করল ভারতীয় বায়ুসেনা। আকাশ পথে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী

  • |
Google Oneindia Bengali News

বন্য়াবিধ্বস্ত রাজস্থান ও গুজরাতে ত্রাণ পরিষেবা চালু করতে অভিযান শুরু করল ভারতীয় বায়ুসেনা। আকাশ পথে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে, গুজরাতে বন্যা পরিস্থিতিতে আটকে পড়া ২৫০০ মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও দেড় হাজার মানুষ এখনও পরিস্থিতির শিকার। তাঁদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বন্যার কবলে পড়ে প্রায় ৭০ জন মারা গিয়েছেন সেরাজ্যের।

বন্যা বিধ্বস্ত গুজরাতে আকাশপথে পরিদর্শনে যাচ্ছেন মোদী, ত্রাণ শিবিরে ২৫ হাজার মানুষ

ত্রাণের কাজে সেনা হেলিকপ্টার এমআই ১৭ভি৫কে নামানো হচ্ছে। একাজে ব্যবহার করা হচ্ছে। তবে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছেনা হাওয়া অফিস। এখনও উত্তর গুজরাতের বহু জায়গায় অনেক দিন ধরেই চলবে প্রবল বর্ষণ। তেমনই পূর্বাভাস রয়েছে।

গুজরাতের মোট ২০ টি হাইওয়ে এখনও জলের তলায় রয়েছে । রাজ্য জুড়ে জারি করা হয়েছে চরম সতর্কতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুরেন্দর নগর, রাজকোট, মোরবি জেলা। মনে করা হচ্ছে গুজরাতের নিকাশি ব্যবস্থা ভালো না থাকার জন্য বন্যা পরিস্থিতি ক্রমাগত ভয়বহতার দিকে এগিয়ে চলেছে।

English summary
Gujarat in the past few weeks have created a havoc in the state due to flooding in several parts of the state. Overall, 70 people have died in Gujarat due to rains till now, say reports. With no relief in sight, the Skymet Weather forecast has predicted that moderate to heavy rains will continue over North Gujarat for a few more days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X