For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমস্ত সৎ পুলিশ কর্মীরা ছুটি নিয়ে আমাদের ধরনায় যোগ দিন : কেজরিওয়াল

Google Oneindia Bengali News

সমস্ত সৎ পুলিশ কর্মীরা ছুটি নিয়ে আমাদের ধরনায় যোগ দিন : কেজরিওয়াল
নয়াদিল্লি, ২০ জানুয়ারি : মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তিন পুলিশকর্মীর অপসারণের দাবীতে আজ সোমবার ধরনায় বসে আম আদমি পার্টি। এদিন বক্তব্য রাখতে উঠে অরবিন্দ কেজরিওয়াল যা বললেন-

  • দিল্লি গণধর্ষণের পরেও এখানে ধর্ষণের ঘটনা ঘটছে। পুলিশ বলছে তদন্ত চলছে। কিন্তু শুধু তদন্তই যথেষ্ট নয়।
  • এ দায় বিভাগেরই এজনের নেওয়া উচিত।
  • একের পর এখ ধর্ষণের ঘটনার জন্য দিল্লি পুলিশের দায় রয়েছে।
  • আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে স্টেশন হাউজ অফিসারের অপসারণের দাবি জানিয়েছিলাম। কিন্তু উনি তা খারিজ করে দিয়েছেন।
  • শনিবার ইউগাণ্ডা হাই কমিশন থেকে একটি চিঠি পাঠিয়ে সোমনাথ ভারতীর এই তল্লাশির প্রশংসা করে বলেছেন, এক মহিলাকে চাকরির লোভ দেখিয়ে ভারতে আনা হয়েছিল কিন্তু বেশ্যাবৃত্তির কাজে লাগানো হয় তাকে।
  • ড্যানিশ মহিলা গণধর্ষণ কাণ্ডে আমরা এলাকা পরিদর্শকের অপসারণ দাবী করেছি। আমরা কি ভুল করছি?
  • পুলিশের অজান্তে কোনও যৌনচক্র চলতে পারে না।
  • মন্ত্রীদের দায়িত্ব কী শুধু ঠান্ডা ঘরে বসে থাকা না কি দেশের মানুষের জন্য কাজ করা।
  • পুলিশ কমিশনার বলছেন, এই কাজ মন্ত্রীদের মানায় না। কিন্তু পুলিশ যদি সাড়া না দেয় তাহলে মন্ত্রী ককী করবে?
  • দেশের মানুষের ভাবা উচিত কেন একজন মুখযমন্ত্রী ধরনায় বসছেন।
  • গতকাল রাস্তায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে সোমনাথ ভারতী পুলিশকে ফোন করেন, অথচ তাঁর ফোন পেয়েও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ।
  • দিল্লি পুলিশ অটো রিক্সা ওয়ালােদর কাছ থেক দিল্লি পুলিশ ঘুষ নেয়।
  • আমরা চাই দিল্লি পুলিশের বিরুদ্ধে এককাট্টা হয়ে দিল্লির মানুষ এখানে এসে আমাদের প্রতিবাদে যোগ দিন।
  • প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন বদলির জন্য সুশীলকুমার সিন্দে স্টেশন হাউজ অফিসারদের থেকে টাকা নিতেন।
  • আমি বলেছিলাম, তদন্ত ঠিক আছে, কিন্তু অন্তত ওই স্টশন হাউজ অফিসারের বদলি করা হোক, সিন্দে সাহেব সে বিষয়েও না করে দিয়েছেন।
  • আমি টুইট করে মানুষকে এখানে আসতে বারণ করেছিলাম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতির জন্য। কিন্তু সারা রাত ঘুমোতে পারিনি। অনেককিছু নিয়ে চিন্তাভাবনা করেছি।
  • মানুষের কাছে আবেদন জানাচ্ছি ৫-৬ দিনের ছুটি নিয়ে আমাদের প্রতিবাদে অংশ নিন।
  • আমারা এখানে বসে নতুন স্বতন্ত্র ও স্বাধীনতা দিবসের জন্য লড়াই করব।
  • আমার কষ্ট হয়েছি। প্রজাতন্ত্র দিবস পালনের স্বার্থকতা কী যখন আমাদের দেশের নারীরা নিরাপদ নয়।
  • কিছু কিছু পুলিশ আছে যাঁরা অত্যন্ত সৎ।
  • পুলিশ বলে আমরা সততার সঙ্গে কাজ করতে চাই। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টাকা সংগ্রহ করতে বলে।
  • আমি সেই সমস্ত পুলিশকে বলতে চাই, এই দেশ আপনাদেরও।
  • যারা মনে করেন দুর্নীতির দমন হওয়া উচিত তারা ছুটি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হোন। আমরা দিল্লি পুলিশ কমিশনারের হাত থেকে আপনাদের রক্ষা করব।
  • এখান থেকে আজ থেকে স্বাধীনতা দিবসের সূচনা হবে। আমরা চাই না এখানে বিশৃঙ্খলা হোক। পর্যটকরা আমাদের অতিথি। তাদের সেভাবেই আপ্যায়ন করা আমাদের কর্তব্য।
English summary
I request all the honest cops to take leave and join our 'dharna': Arvind Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X