
উত্তরপ্রদেশে ২০১৭-র চেয়ে বেশি ভোটে জিতবে বিজেপি, বলছে রিপাবলিক টিভির জনমত সমীক্ষা
শুধু জয় নয় ২০১৭-র চেয়ে বেশি ভোট পেয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছে যোগী সরকার, এরকমই দাবি করা হল রিপাবলিক টিভির জনমত সমীক্ষায়৷ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আর এক মাসও বাকি নেই, সম্প্রতি পরপর জনমত সমীক্ষা প্রকাশ করছে দেশের জাতীয় সংবাদমাধ্যমগুলি৷ বুধবার নিজেদের প্রকাশিত জনমত সমীক্ষায় রিপাবলিক টিভির পক্ষ থেকে বলা হয় গতবারের (২০১৭ বিধানসভা নির্বাচন) চেয়ে প্রায় ০.৩ শতাংশ ভোট বাড়িয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে যোগী সরকার।

কিভাবে হয় রিপাবলিক টিভির এই জনমত সমীক্ষা?
রিপাবলিক টিভি এবং পি-মার্ক যৌথভাবে ভোটের বেশ আগে থেকে এই সমীক্ষাটি করে থাকে৷ রিপাবলিক টিভির পক্ষ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরে ৫ থেকে ১৬ জানুয়ারি উত্তরপ্রদেশে ১৬৩৯০ জন মানুষের উপর সমীক্ষা চালিয়ে এই ভোট-পূর্ববর্তী জনমত সমীক্ষাটি তৈরি করেছে তারা। যেখানে তারা দেখতে পেয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদীপার্টি, কংগ্রেসের যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও উত্তরপ্রদেশে পরিষ্কার জয় পেতে চলেছে বিজেপি।
এবং নিজের আগেরবারের (২০১৭ বিধানসভার) ভেট শতাংশ ধরে রাখায় নয় সঙ্গে আগের বারের চেয়ে প্রায় ০.৩ শতাংশ ভোট বাড়াতে চলেছে বিজেপি৷

যোগীই হবেন উত্তরপ্রদেশের প্রথম ১০ বছরের মুখ্যমন্ত্রী!
রিপাবলিকের জনমত সমীক্ষা স্পষ্ট করে যে যোগী আদিত্যনাথের অধীনে বিজেপির মূল নির্বাচনী এলাকায় জয় প্রায় নিশ্চিত। এছাড়াও সমীক্ষা অনুসারে আবারও মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের প্রথম পছন্দ যোগী আদিত্যনাথই৷ যোগী আদিত্যনাথ যদি পুনঃনির্বাচিত হন এবং তাঁর দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শেষ করেন তাহলে তিনিই হবেন উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি সবচয়ে বেশিদিন (১০বছর একটানা) ক্ষমতায় থাকবেন। বর্তমানে, মায়াবতীই টানা ৭ বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড ধরে রেখেছেন!

কেন উত্তরপ্রদেশে আবারও জিততে চলেছেন যোগী?
রিপাবলিকের বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে কেন্দ্র এবং উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নয়নের জন্য কোনো সময় নষ্ট না করে দ্বিগুণ গতিতে কাজ করছে। এবং রাজ্যের মানুষ যোগীর নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিজেপি সরকারের কাজে সন্তুষ্ট, এটিই বিজেপিকে আবারও ক্ষমতায় ফেরাবে৷ বুন্দেলখণ্ড, যেখানে মাত্র ১৯টি আসন রয়েছে, BJP-কে সবচেয়ে কম পরাজয়ের সম্মুখীন হতে হবে৷ এখানে গড়ে মাত্র তিনটি আসন হারাতে হতে পারে বিজেপিকে। এখানে জল প্রকল্পের উদ্বোধনে প্রায় ৪.৩ লক্ষ লোক উপকৃত হয়েছে যাদের ভোট বিজেপির ফেভারে যাবে৷ তবে এর একমাত্র ব্যতিক্রম হল পশ্চিম উত্তরপ্রদেশ যেখানে ১৩৬টি আসন রয়েছে। এবং এখানে বিজেপি সবচেয়ে কম ৭৫টি ও সবচেয়ে বেশি ৮৭টি আসনের জিততে পারে৷ কারণ এখানে কৃষক আন্দোলন এবং লখিমপুর খেরীর ঘটনাগুলো বিজেপির বিরুদ্ধে যাবে বলে রিপাবলিকের সমীক্ষায় বলেছে৷
India TV ওপিনিয়ন পোলে ২৩৫ আসন জিতে ক্ষমতায় ফিরতে চলছে যোগী সরকার