For Quick Alerts
For Daily Alerts
প্রজাতন্ত্র দিবস ২০২১: সোশ্যাল ডিসট্যান্সিং থেকে রাজপথে বাংলাদেশের সেনার মার্চপাস্ট, উঠে এল কোন কোন চমক
৭২ তম প্রজাতন্ত্র দিবস দেশের এক ঐতিহাসিক পর্বে আয়োজিত হয়েছে। গোটা বিশ্ব যখন কোভিড মহামারীর জেরে ক্ষতিগ্রস্ত তখন কোভিড বিধি মেনে দিল্লির রাজপথে দেশের গর্বের প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। কোন কোন বিষয় এদিন প্রজাতন্ত্র দিবসে দিল্লির বুক থেকে নজর কাড়ল তা দেখা যাক একনজরে।
{photo-feature}