For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবস ২০২০ : বর্ণাঢ্য ট্যাবলোর প্রদর্শনী-যুদ্ধ বিমানের মহড়া শেষে রাজপথে মোদীর শুভেচ্ছা

Google Oneindia Bengali News

২০২০ সালে ভারতবর্ষ ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন করছে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং ভারত সেদিন থেকেই প্রজাতন্ত্রে পরিণত হয়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান সরকারি অনুমোদন পেয়েছিল। এরপর ঠিক দুমাস পরে তা কার্যকরী হয়। দিল্লির রাজপথে নানা বৈচিত্র্যপূর্ণ দৃশ্য এদিন দেখা যাবে। এর পাশাপাশি সারা দেশজুড়ে প্রজাতন্ত্র দিবসের নানা অনুষ্ঠানে দেশবাসী মেতে উঠবেন।

প্রজাতন্ত্র দিবস ২০২০ : দিল্লির রাজপথে গণতন্ত্রের উৎসব

Newest First Oldest First
11:46 AM, 26 Jan

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজপথে নেমে জনগণের শুভেচ্ছা জানাচ্ছেন।
11:39 AM, 26 Jan

প্রজতন্ত্র দিবসের প্যারেড সমাপ্ত হওয়ার পরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো চলে গেলেন।
11:38 AM, 26 Jan

একটি নিঃসঙ্গ এস-৩০ এমকেআই ৯০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড়ে যায় এবং একটি 'উল্লম্ব চার্লি' দিয়ে আকাশকে বিভক্ত করে। উইং কমান্ডার ইয়র্থার্থ জোহরী ও ফ্লাইট লেফটেন্যান্ট এস মিশ্রার দ্বারা পরীক্ষিত হল প্রজাতন্ত্র দিবসে।
11:37 AM, 26 Jan

ভারতীয় বিমানবাহিনীর সু-৩০ এমকেআই ত্রিশুল'-এর নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন নিশীথ ওহরি। অন্য দুটি বিমানের ক্যাপ্টেন হলেন উইং কমান্ডার নীলেশ দীক্ষিত এবং উইং কমান্ডার করণ ডোগরা।
11:35 AM, 26 Jan

রাজপথে গণতান্ত্রিক দিবস উদযাপনে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয়মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ও থোয়ারচাঁদ গেহলট।
11:34 AM, 26 Jan

৫ জাগুয়ার স্ট্রাইক বিমান, ‘অ্যারোহেড’ গঠনে ৭৮০ কিমি ঘণ্টা গতিবেগে উড়ে যায়। এই গ্রুপের নেতৃত্বে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন পারিজাত সৌরভ।
11:32 AM, 26 Jan

উইং কমান্ডার এস কে চৌহান 'ভিক' গঠনে নেতৃত্ব দেন, এতে তিনটি ডার্নিয়ার বিমান রয়েছে। অন্য দুটি বিমানের ক্যাপ্টেন হলেন স্কোয়াড্রন লিডার বিকাশ কুমার এবং স্কোয়াড্রন লিডার অভিষেক বশিষ্ঠ।
11:30 AM, 26 Jan

৫টি অ্যাপাচি হেলিকপ্টার উড়ছে। নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মান্নারথ শাইলু ভিএম, কমান্ডিং অফিসার ১২৫ হেলিকপ্টার স্কোয়াড্রন।
11:28 AM, 26 Jan

সহকারী উপপরিদর্শক সুজাতা গোস্বামী তার পাঁচ সতীর্থের সাথে রাজপথে অল রাউন্ড ডিফেন্স প্রদর্শন করলেন। আর হেড কনস্টেবল আশা কুমারীর নেতৃত্বে 'রশ্মি রোল' প্রদর্শন।
11:26 AM, 26 Jan

ত্রিশুল ’গঠন,‘ ভিক ’গঠনে ৩টি এএলএইচ হেলিকপ্টার। এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসে অংশ নিল এই হেলিকপ্টার।
11:24 AM, 26 Jan

পাঁচটি মোটরসাইকেলে ২১ জন মহিলা পিরামিড তৈরি করে ভারসাম্যের প্রদর্শনী করলেন। সহকারী উপ পরিদর্শক অনিতা কুমারী ছিলেন নেতৃত্বে।
11:23 AM, 26 Jan

উত্তরপ্রদেশের প্রজাতন্ত্র দিবস উদযাপন।
11:22 AM, 26 Jan

পরিদর্শক সীমা নাগ, একটি চলন্ত মোটরসাইকেলের উপরে দাঁড়িয়ে সালাম দিলেন। হেড কনস্টেবল মীনা চৌধুরী দুটি পিস্তল নিক্ষেপের জন্য প্রস্তুত। মোটরসাইকেলে ভারসাম্যের প্রদর্শন রাজপথে।
11:14 AM, 26 Jan

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বল পুরস্কার ২০২০-র প্রাপকরা প্যারেডে অংশ নেন। ১৮ জন মহিলা এবং ৩১ দন পুরুষ ও ৪৯ জন শিশু এই বছর পুরষ্কার পেয়েছে। সাহসিকতা, উদ্ভাবন, শিক্ষাবদ্ধ, ক্রীড়া, কলা, সংস্কৃতি, সমাজসেবা, সংগীত ক্ষেত্রে পুরষ্কার দেওয়া হয়।
11:12 AM, 26 Jan

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের লোকনৃত্য প্রদর্শন ১৫০ জন ছাত্র-ছাত্রীর। দিল্লির রাজপথে তার সাক্ষী প্রধানমন্ত্রী।
11:10 AM, 26 Jan

সিপিডব্লিউডি উদ্যানের ঝকঝকে থিম 'কাশ্মীর সে কন্যাকুমারী '- স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর স্মৃতিসৌধ, ডাল হ্রদে একটি /শিকারা' এবং মধ্য প্রদেশের সাঁচি স্তূপ
11:06 AM, 26 Jan

জম্মু ও কাশ্মীরের গণতন্ত্রের প্যারেডে প্রদর্শিত হচ্ছে। জম্মু ও কাশ্মীরের ‘গ্রামে ফিরে’ ট্যাবলোর প্রদর্শন।
11:04 AM, 26 Jan

সুরক্ষা কর্মীরা প্রজাতন্ত্র দিবসে গুয়াহাটির রাস্তায় পাহারা দিচ্ছেন। উলফা বন্ধের ডাক দিয়েছে। এদিন অসমে বিস্ফোরণ ঘটে।
11:03 AM, 26 Jan

কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের ট্যাবলো দিল্লির রাজপতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে।
11:02 AM, 26 Jan

ওডিশার ট্য়াবলোয় ভগবান লিঙ্গরাজের রুকুনা রথযাত্রার প্রদর্শন প্রজাতন্ত্র দিবসে।
11:00 AM, 26 Jan

হিমাচল প্রদেশের কুলু দশরার উত্সব এবং মধ্য প্রদেশের উপজাতি জাদুঘর চিত্রিত করা হয়েছে।
10:58 AM, 26 Jan

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রীরা নিতিন গডকরি, গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ এবং রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করেছেন। বিভিন্ন রাজ্যের ট্যাবলো প্রদর্শিত হচ্ছে।
10:57 AM, 26 Jan

তেলঙ্গানার ট্যাবলো রাজ্যের ফুলের উৎসব বাথুক্ম্মকে চিত্রিত করে এবং আসামের ঝকঝকে রাজ্য থেকে বাঁশ এবং বেতের কারুকাজ প্রদর্শিত হয়।
10:55 AM, 26 Jan

গণতান্ত্রিক দিবস প্যারেডে শুরু হয়েছে। এই বছর উদযাপনের প্রধান অতিথি ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর মেসিয়াস বলসোনারো।
10:53 AM, 26 Jan

রাজস্থানের রাজধানী জয়পুরের স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শন।
10:52 AM, 26 Jan

মমতা বন্দ্য়োপাধ্যায় রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।
10:51 AM, 26 Jan

বিড়লা বালিকা বিদ্যাপীঠ পিলানির ব্যান্ডের নেতৃত্বে আছেন সিনিয়র আন্ডার অফিসার চারু সুরানা। বিদ্যালয়টি ধারাবাহিকভাবে ৫ বছর ধরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিচ্ছে।
10:49 AM, 26 Jan

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিজেপি প্রবীণ নেতা এল কে আদভানি, তাঁর কন্যা প্রতিভা আদভানি, বিজেপি সভাপতি জে পি নদ্দা, কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ এবং অন্যান্যরা রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করছেন।
10:47 AM, 26 Jan

ডেপুটি কমান্ড্যান্ট ঘনশ্যাম সিংয়ের কমান্ডে সীমান্ত সুরক্ষা বাহিনীর উট কন্টিনজেন্ট। বিএসএফের মূল উদ্দেশ্য হচ্ছে ‘ডিউটি টু ডেথ’।
10:45 AM, 26 Jan

এয়ার ডিফেন্স ট্যাকটিক্যাল কন্ট্রোল রাডারকে রাজপথের কুচকাওয়াজে প্রদর্শন করা হচ্ছে। এয়ার ডিফেন্স ট্যাকটিক্যাল কন্ট্রোল রাডারের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট বিবেক বিজয় মোড়।
READ MORE

English summary
Republic Day 2020 : Live updates of India's 71st democracy celebration day from Delhi in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X