For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধীই নৈতিক কম্পাস! বহুত্ববাদের ভিত্তিতে এগোচ্ছে ভারত - জাতির উদ্দেশ্যে আর কী বললেন রাষ্ট্রপতি

৭০তম প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষনে কী বললেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, জেনে নিন।

  • |
Google Oneindia Bengali News

শনিবার (২৬ জানুয়ারি) ৭০তম প্রজাতন্ত্র দিবস। প্রতিবারের মতো রীতি অনুযায়ী এই বছরও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। শুরুতেই তিনি দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই শুভ মুহূর্ত গণতন্ত্রের আদর্শকে স্মরণ করার আদর্শ সময়।

এই বছর জাতির জনক মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ। প্রজাতন্ত্র দিবসকেও এই বার গান্ধীময় করে তোলা হয়েছে। তাঁর কথাও উঠে এসেছে রাষ্ট্রপতির ভাষণে। এছাড়া ভারতের গণতন্ত্রে সংবিধানের ভূমিকার কথাও এদিন তাঁর ভাষণে তুলে ধরেন রামনাথ কোভিন্দ। একনজরে দেখে নেওয়া যাক প্রজাতন্ত্র দিবসের আগে কী কী বিষয় সমগ্র জাতির সামনে তুলে ধরলেন তিনি।

স্বাধীনতা, ভ্রাতৃত্ব ও সমতা

স্বাধীনতা, ভ্রাতৃত্ব ও সমতা

শুরুতেই তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন প্রজাতন্ত্র দিবস হল ভারত ও ভারতীয়ত্ব উদাপনের দিন। ভারতের স্বাধীনতা, ভ্রাতৃত্ব ও সমতার আদর্শকে মজবুত করার সুযোগ।

গান্ধীই নৈতিক কম্পাস

গান্ধীই নৈতিক কম্পাস

জাতির জনকের সার্ধশতবর্ষের স্মরণে, এই বছর প্রজাতন্ত্র দিবসের থিম রাখা হয়েছে 'গান্ধী'। মহত্মাকে রাষ্ট্রপতি ভারতের প্রজাতন্ত্রের 'নৈতিক কম্পাস' অর্থাত পথপ্রদর্শক হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, শুধু ভারতেরই নয়, এশিয়া, আফ্রিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশে শোষিত মানুষকে অনুপ্রেরিত করেছেন গান্ধী। তাঁর ১৫০ বছর উদযাপনের আনন্দ শুদু ভারতেরই নয় সারা বিশ্বের আনন্দের মুহূর্ত বলেন তিনি।

সংবিধান প্রজাতন্ত্রের ভিত

সংবিধান প্রজাতন্ত্রের ভিত

২৬ নভেম্বর ৭০তম সংবিধান দিবস। সেইকথা স্মরণ করিয়ে সংবিধানকে রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের ভিত বলে বর্ণনা করেন। এই সুযোগে তিনি ডা. ভীমরাও আম্বেদকর সহ সংবিধান সভার সদস্যদের স্মরণ করার আহ্বান জানান।

মহাগুরুত্বপূর্ণ ভোট

মহাগুরুত্বপূর্ণ ভোট

রাষ্ট্রপতির কথায় উঠে আসে ১৭তম লোকসভা নির্বাচনের প্রসঙ্গও। এই প্রথমবার একুশ শতকে জন্ম নেওয়া ভোটাররা, তাঁদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবেন সেকথাও উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে সবাইকে ভোটদানের জন্য আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন এই সময় ১৯৪০-৫০-এর মতোই গুরুত্বপূর্ণ। এখনকার সিদ্ধান্ত একুশ শতকের পরবর্তী সময়ের ভারতের রূপরেখা গড়ে দেবে।

চাহিদা আজ সহজলোভ্য

চাহিদা আজ সহজলোভ্য

রাষ্ট্রপতি জানিয়েছেন চিকিৎসা থেকে যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রেই সাম্প্রতিককালে অনেক এগিয়েছে ভারত। প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা পাচ্ছে কৃষক থেকে সেনাবাহিনী প্রত্যেকেই। তিনি জানান ভারত আজ এক মজবুত অর্থনীতির উপর দাঁড়িয়ে। একদিন যা ছিল চাহিদা আজ তা সহজলোভ্য হয়ে উঠেছে।

বহুত্ববাদই মূল শক্তি

বহুত্ববাদই মূল শক্তি

রাষ্ট্রপতির মতে প্রযুক্তিগত উন্নয়ন ভারতের অগ্রগতির অন্যতম কারণ হলেও বহুত্ব বাদই আমাদের দেশের মূল শক্তি। এছা়া ভারত লিঙ্গ-সমতার দিকে এগোচ্ছে বলেও জানান তিনি।

English summary
Here is what the President Ram Nath Kovind has said in his Address to the nation on the eve of the 70th Republic Day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X