For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে নেহরু-গান্ধী পরিবারকে কটাক্ষ অনুরাগ ঠাকুরের, আঁতে ঘা লাগতেই জ্বলে উঠল কংগ্রেস

Google Oneindia Bengali News

করোনা আবহে সংসদের বাদল অধিবেশনে ধুন্ধুমার জারি। এদিন সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরে তুমুল হট্টগোল বাঁধে লোকসভায়। নেহরু-গান্ধী পরিবারকে নিয়ে কটাক্ষ করে কংগ্রেসের রোষের মুখে পড়েন হিমাচলপ্রদেশের এই বিজেপি সাংসদ। তাঁকে কটাক্ষের সুরে 'দুই দিনের ছোকরা' বলে সম্বোধন করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

পিএম কেয়ারস নিয়ে হট্টোগোল

পিএম কেয়ারস নিয়ে হট্টোগোল

প্রসঙ্গত, এদিন সংসদে একটি বিল নিয়ে আলোচনার সমে কংগ্রেস সাংসদরা বিরোধিতা করেন। পরে পিএম কেয়ারস নিয়ে তাঁরা কেন্দ্রকে তোপ দাগেন। তার প্রেক্ষিতে অনুরাগ বলেন, 'হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, পিএম কেয়ার তহবিল সমস্ত আদালতে বৈধতা পেয়েছে। এই তহবিলে শিশুরাও ভাঁড় থেকে অনুদান করেছে।'

কংগ্রেসকে আক্রমণ অনুরাগের

কংগ্রেসকে আক্রমণ অনুরাগের

এরপর কংগ্রেসকে আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, '১৯৪৮ সালে নেহরুজি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল তৈরির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত সেটার রেজিস্ট্রেশন হয়নি। কীভাবে এটা এফসিআরএ ছাড়পত্র পেল? আপনারা গান্ধী পরিবারের লাভের জন্য় ট্রাস্ট তৈরি করেন। আপনারা সনিয়া গান্ধীকে এর চেয়ারম্য়ান করেছেন। এর তদন্ত হওয়া উচিত।'

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

তাঁর এই মন্তব্যের পরই তুমুল হট্টগোল বাঁধে সংসদে। দু'পক্ষের হইচইয়ের জেরে লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। এরপর স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে বিরোধী দলগুলি। পরে অনুরাগ বলেন, 'আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে, আমি দুঃখিত।'

আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত সংসদ

আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত সংসদ

এদিন সংসদে করের নিয়ামবলি সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনার সময় পিএম কেয়ার তহবিল নিয়ে সমালোচনায় মুখর হন শশী থারুর, মণীশ তিওয়ারি ও অধীর চৌধুরীরা। সেই সময়ই পাল্টা আক্রমণ শানাতে গিয়ে সেই মন্তব্য করেছিলেন অনুরাগ ঠাকুর।

English summary
Repeated Adjournments in Lok Sabha after Anurag Thakur's comment on Congress, Gandhis and Nehru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X