For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কি আগ্রার নাম পাল্টানো হবে! যোগীর মন্ত্রীর চিঠি ঘিরে চাঞ্চল্য

এলাহাবাদের নাম বদলেছে। পাল্টানো হয়েছে ফৈজাবাদের নাম। এবার কি তবে পালা ঐতিহ্যবাহী আগ্রা শহরের নাম পরিবর্তনের? ইঙ্গিত কিন্তু তেমনই।

  • |
Google Oneindia Bengali News

এলাহাবাদের নাম বদলেছে। পাল্টানো হয়েছে ফৈজাবাদের নাম। এবার কি তবে পালা ঐতিহ্যবাহী আগ্রা শহরের নাম পরিবর্তনের? ইঙ্গিত কিন্তু তেমনই। তাজ মহল শহরের বিজেপি বিধায়ক দাবি করেছেন অবিলম্বে আগ্রা শহরের নাম পাল্টে ফেলা হোক। এই নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে ফেলেছেন জগন প্রসাদ গর্গ।

এবার কি আগ্রার নাম পাল্টানো হবে! যোগীর মন্ত্রীর চিঠি ঘিরে চাঞ্চল্য

জগন লিখেছেন, এই এলাকা আগে মহারাজা অগ্রসেনের অনেক বন ছিল। ফলে এখানকার নাম অগ্রবন হওয়া উচিত। আগে সেটাই নাম ছিল। মহাভারতেও তার উল্লেখ রয়েছে।

তবে পরে সেটার নাম পাল্টে আকবরাবাদ করে দেওয়া হয়। তারপরে হয় আগ্রা। যার কোনও আলাদা করে অর্থ নেই। ফলে সেই নাম যেন অবিলম্বে বদলে ফেলা হয়। যোগী আদিত্যনাথকে পাঠানো চিঠিতে লিখেছেন আগ্রা উত্তরের বিধায়ক জগন।

[আরও পড়ুন:ছত্তিশগড়ের 'কুমারস্বামী' কি হয়ে উঠবেন অজিত যোগী! চলছে জল্পনা ][আরও পড়ুন:ছত্তিশগড়ের 'কুমারস্বামী' কি হয়ে উঠবেন অজিত যোগী! চলছে জল্পনা ]

দিল্লি থেকে ২০০ কিমি দূরে অবস্থিত আগ্রায় পৃথিবী বিখ্যাত তাজমহল রয়েছে। এছাড়াও মুঘল আমলের একাধিক স্থাপত্য রয়েছে। বেশি কিছু পর্যটনস্থলকে হেরিটেজ সাইট হিসাবে ইউনেস্কো ঘোষণা করেছে। মুঘল আমলে এটিই ছিল রাজ্যের রাজধানী।

[আরও পড়ুন:২০০০ সালে রাজ্য গঠনের পর থেকে ছত্তিশগড়ের ভোটের ট্রেন্ড কেমন, পরিসংখ্যান একনজরে ][আরও পড়ুন:২০০০ সালে রাজ্য গঠনের পর থেকে ছত্তিশগড়ের ভোটের ট্রেন্ড কেমন, পরিসংখ্যান একনজরে ]

ঘটনা হল, বিজেপির অতি হিন্দুত্ববাদী অংশ মুঘল আমলে হওয়া নামকরণগুলিকে বদলে ফেলতে উদ্যত হয়েছে। তার মধ্যে রয়েছে গুজরাতের আহমেদাবাদ, তেলাঙ্গানার হায়দরাবাদ, উত্তরপ্রদেশে আলিগড়, মুজফফরনগর, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদ।

[আরও পড়ুন: কেন্দ্রে বিজেপিকে সরাতে এক ছাতার তলায় দক্ষিণ ভারতের দলগুলি ][আরও পড়ুন: কেন্দ্রে বিজেপিকে সরাতে এক ছাতার তলায় দক্ষিণ ভারতের দলগুলি ]

English summary
Rename Agra as Agravan, demands BJP MLA, writes to UP CM Yogi Adityanath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X