সরানো হল আরএসএসের পতাকা, অভিযোগ উঠল বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওপর
বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে খুলে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পতাকা। এই ঘটনায় বিশ্ববিদ্যায়ের এক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ডেপুটি চিফ প্রক্টার কিরণ দামলের বিরুদ্ধে দেহাত কোতওয়ালি থানায় বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের স্টেশন হাউস অফিসার অভয় সিং জানিয়েছেন, ধর্মীয় অনুভূতিকে আঘাত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশের কাছে এ সংক্রান্ত অভিযোগ করেছে আরএসএস সদস্য চন্দ্র মোহন। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার দামলে বিশ্ববিদ্যালয় থেকে আরএসএসের পতাকা খুলে নেন। সেই সময় আরএসএস ও এবিভিপির সদস্যরা সেখানে যোগ ব্যায়াম করছিলেন। বিশ্ববিদ্যালয় চত্ত্বরেই রয়েছে আরএসএসের শাখা। দামলে জানান যে পতাকা এখানে থাকবে না কিন্তু সদস্যরা যোগ অভ্যাস করতে আসতে পারেন। পতাকার প্রতি অসম্মান দেখানো হয়েছে, এই দাবি তুলে আরএসএস সদস্যরা প্রশাসনিক ভবনের সামেন মঞ্চ করে ধর্নায় বসেন এবং দাবি জানান যে তাঁদের পতাকা নিয়েই যোগাসন করতে দিতে হবে। কিরণ দামলেকে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার দাবিও করা হয় এবং অভিযোগ তোলা হয় যে তিনি পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ওই মহিলা পরে পতাকা সরিয়ে দেওয়ার জন্য ক্ষমা চান এবং নিজের পদ থেকে ইস্তফাও দিয়ে দেন।
ডেপুটি চিফ প্রক্টার জানান যে সেই সময় পরিস্থিতি এমন ছিল যে তিনি পতাকা সরানোর কতা বলেছিলেন, কিন্তু তা না হওয়ায় তিনি ওই পতাকা তাঁর সহ পরিচালক সতীশের হাতে দিয়ে দেন। কিরণ দামালে বলেন, 'এটার অর্থ পতাকাকে অসম্মান করা নয় এবং পড়ুয়াদের যোগাসন করতে বাধা দেওয়াও নয়। বিগত ১০ বছর ধরে আমি দক্ষিণ ক্যাম্পাসে রয়েছি এবং যথাযথ পরিস্থিতি বজায় রেখে আমি আমার কাজ করে চলেছি।’ তাঁর ইস্তফা পাঠানো হয়েছে মুখ্য প্রক্টার ওপি সিংয়ের কাছে। বিক্ষোভকারীরা স্থানীয় বিধায়ক রত্নাকর মিশ্র এবং আরএসএসের সোহানের সমর্থন পায় এবং তাঁরা ঘটনাস্থলে দ্রুত আসেন।