For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের থাকবে না কোনও আলাদা পতাকা! ৩৭০ ধারা উঠে গিয়ে কী পেতে চলেছে ভূস্বর্গ

ভারতের বুকে আজ এক ঐতিহাসিক দিন উঠে এলো জম্মু ও কাশ্মীর নিয়ে। এদিন দিল্লির সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ ঘোষণা করেন, এবার থেকে জম্মু ও কাশ্মীরের বুক থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বুকে আজ এক ঐতিহাসিক দিন উঠে এলো জম্মু ও কাশ্মীর নিয়ে। এদিন দিল্লির সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ ঘোষণা করেন, এবার থেকে জম্মু ও কাশ্মীরের বুক থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হচ্ছে। পাশপাশি, জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলা হবে। যার ফলে লাদাখ এবার আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিচিতি পেতে চলেছে। গোটা দেশের রাজনীতি এই ঘোষণা ঘিরে তোলপাড়। একনজরে দেখে নেওয়া যাক, ৩৭০ ধারা কাশ্মীর থেকে উঠে যাওয়ার ফলে , কী দেখতে চলেছে ভূস্বর্গ।

কাশ্মীরে জমি-বাড়ি কিনতে পারবেন যেকোনও ভারতীয়!

কাশ্মীরে জমি-বাড়ি কিনতে পারবেন যেকোনও ভারতীয়!

ঠিক যেমনভাবে বিহারের কোনও বাসিন্দা অসমে জমি বাড়ি কিনে বসবাস করতে পারেন, কিংবা কেরলের বাসিন্দা গুজরাতে জমি কিনে নিতে পারেন সহজেই, সেভাবেই এবার যেকোনও প্রান্তের ভারতীয়রা কাশ্মীরে জমি বাড়ি, সম্পত্তি কিনতে পারবেন অবাধে। ৩৭০ ধরাা এতদিন লাগু থাকার ফলে কাশ্মীরে জমি -বাড়ি কিনতে পারা নিয়ে কাশ্মীরের বাইরের মানুষদের ওপর নিষেধাজ্ঞা জারি করা ছিল। এখন থেকে তা উঠে গেল।

কাশ্মীরের কোনও আলাদা পতাকা থাকবে না!

কাশ্মীরের কোনও আলাদা পতাকা থাকবে না!

যেহেতু জম্মু ও কাশ্মীর একটি রাজ্য থেকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে এবার থেকে পরিচিতি পারেব, তাই কাশ্মীরের কোনও আলাদা পতাকা থাকবে না। কর্ণাটক সহ দেশের বহু 'রাজ্যে' র আলাদা পতাকা থাকলেও, কাশ্মীর তা পাবে না এবার থেকে। কারণ 'রাজ্য' তকমা হারিয়েছে ভূস্বর্গ। প্রসঙ্গত কাশ্মীরের বুকে বেশ কয়েকমাস আগেই আইএসআইএস এর কাশ্মীর শাখার জঙ্গিরা কাশ্মীরের জন্য আলাদা পতাকা হাতে উপত্যকার রাস্তা দাপিয়ে বেড়িয়েছিল। এবার থেকে এরকম কোনও কিছুই নিষিদ্ধ হতে চলেছে।

মহিলারা কাশ্মীরের বাইরে বিয়ে করতে পারবেন!

মহিলারা কাশ্মীরের বাইরে বিয়ে করতে পারবেন!

এবার থেকে যেকোনও মহিলা কাশ্মীর, জম্মু , লাদাখের বাইরে পছন্দের মানুষকে বিয়ে করতে পারবেন। এতদিন , কাশ্মীরের মহিলারা ভূস্বর্গের বাইরের কাউকে বিয়ে করার ক্ষেত্রে ৩৭০ ধারা অনুযায়ী বিভিন্ন বাধা নিষেধের আওতায় পড়তেন।

কেন্দ্র নিতে পারবে যেকোনও সিদ্ধান্ত

কেন্দ্র নিতে পারবে যেকোনও সিদ্ধান্ত

৩৭০ কাশ্মীর থেকে উঠে যাওয়ার পর এবং জম্মু , কাশ্মীর, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার প্রস্তাবের পর এবার থেকে এই ৩ এলাকার প্রতিরক্ষা, অর্থনীতি, যোগাযোগ, পররাষ্ট্র বিষয়ের সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্র।এমনকি কাশ্মীরে আর্থিক জরুরি অবস্থাও এবার থেকে কেন্দ্র ঘোষণা করার ক্ষমতা পাবে।

English summary
Revoking article 370 expalnation,Any Indian can buy property in jammu and kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X