For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্তারপুর করিডরের জন্য অনলাইনে শিখ তীর্থযাত্রীদের নিবন্ধীকরণ শুরু

কর্তারপুর করিডরের জন্য অনলাইনে শিখ তীর্থযাত্রীদের নিবন্ধীকরণ শুরু

Google Oneindia Bengali News

আর মাত্র চারদিন পরই শিখ তীর্থযাত্রীরা ব্যবহার করতে পারবেন তাঁদের বহু অপেক্ষিত কর্তারপুর সাহিব করিডর। এ জন্য শুরু হয়েছে নিবন্ধীকরণ।

দেশের স্থল-বন্দর কর্তৃপক্ষের চেয়ারপার্সন তথা স্বরাষ্ট্র মন্ত্রকের সহ সচিব গোবিন্দ মোহন জানান, ২০ অক্টোবর থেকেই অনলাইনের মাধ্যমে নিবন্ধীকরণ শুরু হয়ে যাবে। ২০ অক্টোবরের আগে তারা আশা করছে ভারত-পাকিস্তানের মধ্যে চূড়ান্ত মউ সাক্ষর হয়ে যাবে। ২০ অক্টোবর থেকে তীর্থযাত্রীরা অনলাইন পোর্টালের মাধ্যমে নিবন্ধীকরণ করতে পারবেন।

কর্তারপুর করিডরের জন্য অনলাইনে শিখ তীর্থযাত্রীদের নিবন্ধীকরণ শুরু

ভারতের দিকে কর্তারপুর করিডর ৮ নভেম্বর উদ্বোধন হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তা উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। ১৩ অক্টোবরই এই করিডরের নির্মাণকাজ সম্পন্ন হয়ে গিয়েছে। ৪.‌২ কিমি দীর্ঘ এই করিডরটি ৯ নভেম্বর গুরু নানকের ৫৫০তম প্রকাশ পূর্ব উদযাপনের দিনই খোলা হবে। পাকিস্তান প্রতিদিন ৫,০০০ তীর্থযাত্রীকে করিডরে প্রবেশের অনুমতি দেবে। এই করিডরটি ভারতের পাঞ্জাবের ডেরা বাবা নানকের সঙ্গে পাকিস্তানের করতারপুরের দরবার সাহেব গুরুদ্বারের সঙ্গে সংযুক্ত রয়েছে।

পাঞ্জাবের মন্ত্রী সুখজিন্দর রন্ধওয়া আগেই জানিয়েছিলেন যে কর্তারপুর সাহিবের গুরুদ্বারে যেতে হলে ভক্তদের ৩০ দিন আগে আবেদন করতে হবে। এই জায়গাটি শিখদের কাছে খুব শ্রদ্ধার জায়গা, কারণ এখানেই শিখগুরু নানক দেব তাঁর জীবনের ১৮টি বছর কাটিয়েছেন এবং এটাই ছিল তাঁর শেষ বিশ্রামের জায়গা।

English summary
The 4.2 km-long corridor is to be opened on the occasion of the 550th Prakash Purb celebrations of Guru Nanak Dev on November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X