For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর গুজরাত ও সৌরাষ্ট্রে কোন দলের পাল্লা ভারী, কী বলছে জনমত সমীক্ষা

উত্তর গুজরাতে মোট বিধানসভা আসন রয়েছে ৫৩টি। এই অঞ্চলেও দেখা যাচ্ছে বিজেপির থেকে ভোট শেয়ারে এগিয়ে রয়েছে কংগ্রেস। রাহুল গান্ধীর দলের এই অঞ্চলে ভোট শেয়ার ৪৯ শতাংশ। এদিকে বিজেপির ভোট শেয়ার মাত্র ৪৫ শতাংশ।

  • |
Google Oneindia Bengali News

উত্তর গুজরাতে মোট বিধানসভা আসন রয়েছে ৫৩টি। এই অঞ্চলেও দেখা যাচ্ছে বিজেপির থেকে ভোট শেয়ারে এগিয়ে রয়েছে কংগ্রেস। রাহুল গান্ধীর দলের এই অঞ্চলে ভোট শেয়ার ৪৯ শতাংশ। এদিকে বিজেপির ভোট শেয়ার মাত্র ৪৫ শতাংশ।

উত্তর গুজরাত ও সৌরাষ্ট্রে কোন দলের পাল্লা ভারী

অন্যদিকে পতিদারদের শক্ত জমি বলে পরিচিত সৌরাষ্ট্রে বিজেপি এগিয়ে রয়েছে কংগ্রেসের চেয়ে। এখানে ৬ শতাংশ ভোট শেয়ারে বিজেপি এগিয়ে রয়েছে। সৌরাষ্ট্রে ও কচ্ছের রন এলাকায় মোট আসন ৫৪টি। কংগ্রেসের এখানে ভোট শেয়ার ৩৯ শতাংশ। এদিকে বিজেপির ভোট শেয়ার ৪৫ শতাংশ।

পতিদার নেতা হার্দিক প্যাটেল বিজেপি বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে হাত মেলালেও ভোট যত এগিয়েছে ততই হার্দিকের জনপ্রিয়তার ভাটা পড়েছে। গত অক্টোবরে হার্দিকের সমর্থন ছিল ৬৪ শতাংশ। তা নভেম্বরে কমে দাঁড়িয়েছে ৫৮ শতাংশে।

সমীক্ষা বলছে, আদিবাসী ভোটারদের একটা বড় অংশ কংগ্রেসকে ভোট দেবে। অন্যদিকে কোলি ভোটারদের সমর্থন যাবে বিজেপির দিকে। এছাড়া স্বর্ণ ভোটাররাও বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে।

তবে বিজেপিকে আতঙ্কে রেখেছে ব্যবসায়ীদের মন। ৪৩ শতাংশ ব্যবসায়ী কংগ্রেসকে ভোট দিতে চলেছে বলে জনমত সমীক্ষা জানাচ্ছে। অন্যদিকে ৪০ শতাংশের পছন্দ সেই বিজেপিই। জিএসটি নিয়ে সারা রাজ্যে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

নির্বাচন কমিশনের হিসাব বলছে, গুজরাতে ২৬টি জেলায় ২০১২ সালে ৩.৮ কোটি ভোটার ছিল। সেবছর ভোট পড়েছিল ৭২.০২ শতাংশ। যা আগে কোনওদিন গুজরাত ভোটে হয়নি। আর এবার মোট ভোটার ৪.৩৫ কোটি। এবছর কোনদিকে চাকা ঘোরে সেটাই এখন দেখার।

English summary
Region-wise breakdown, Advantage BJP in North Gujarat and Saurashtra in Opinion poll 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X