For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনপিআর- এর তথ্য জমা না দিলে জরিমানা হতে পারে কত টাকা পর্যন্ত ! জানুন নিয়মাবলী

এনপিআর তথা নাগরিকত্ব ইস্যু ভিত্তিক একাধিক সরকারী পদক্ষেপের বিরোধিতায় দেশের বহু জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এনপিআর তথা নাগরিকত্ব ইস্যু ভিত্তিক একাধিক সরকারী পদক্ষেপের বিরোধিতায় দেশের বহু জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোদী সরকার বিরোধী নেতারা জানিয়ে দিয়েছেন , যে তাঁদের কাছে তথ্য চাইতে এলে তাঁরা কোনও কাগজ দেখাবেন না। তবে এমন অবস্থার মধ্যেই কেন্দ্রীয় সরকার এদিন সাফ জানিয়ে দিয়েছে, এনপিআর ঘিরে তথ্য যদি না প্রকাশ করতে চান কেউ, বা ভুল তথ্য যদি দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তির জরিমানা হবে।

 'রুল ১৭' কী বলছে এনপিআর নিয়ে?

'রুল ১৭' কী বলছে এনপিআর নিয়ে?

এনপিআর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশিত নিয়মাবলীর আওতায় দেখা যাচ্ছে,'রুল নম্বর ১৭' অনুযায়ী, কেউ যদি ভুল তথ্য প্রকাশ করেন তাহলে তাঁকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। তবে ২০১৫ বার ২০১১ সালে এমন নিয়ম লাগু ছিলনা বলে জানা গিয়েছে।

 'ভুল তথ্য' ঘিরে অরুন্ধতী রায়ের বক্তব্যে বিতর্ক

'ভুল তথ্য' ঘিরে অরুন্ধতী রায়ের বক্তব্যে বিতর্ক

এর আগে লেখিকা অরুন্ধতী রায় বলেছেব, 'কেউ নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে চাইলে তাঁকে রঙ্গা-বিল্লা, কুংফু খাট্টা জাতীয় নাম দিয়ে দিন।' এভাবেই তথ্য সংগ্রহ করতে আসা আধিকারিকদের ভুল তথ্য দেওয়ার বিষয়ে মত পোষণ করেন লেখিকা। এদিকে, তারপরই স্বরাষ্ট্রমন্ত্রক এমন বার্তা দিয়েছে।

 তথ্য না দিলেই ১০০০ টাকা পর্যন্ত জরিমানা!

তথ্য না দিলেই ১০০০ টাকা পর্যন্ত জরিমানা!

জানা গিয়েছে , স্বরাষ্ট্রমন্ত্রকের নিযুক্ত আধিকারিক , যাঁরা এনপিআর নিয়ে তথ্য জানতে আসবেন, তাঁদের কাছে উপযুক্ত তথ্য না দিলে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্যের ভাবনায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

কোন কোন নথি চাই?

কোন কোন নথি চাই?

স্বরাষ্ট্রমন্ত্রক এক টুইট বার্তায় জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে এনপিআর এর তথ্য সংগ্রহের কাজ। কেন্দ্র জানিয়েছে, আধার, ড্রাইভিং লাইসেন্স দেখানো আবশ্যিক নয়।

শীতের মরশুমে বিকোরের পেল্লাই বেগুনই বড় আকর্ষণ রায়গঞ্জেরশীতের মরশুমে বিকোরের পেল্লাই বেগুনই বড় আকর্ষণ রায়গঞ্জের

English summary
NPR related Rules, Refusing documents to NPR Enumerators may result paying up to Rs. 1000.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X