For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবা-মা বাড়িতে শৌচালয় না বানানোয় আত্মহত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর

Google Oneindia Bengali News

দুমকা, ৫ জুলাই : বাড়িতে শৌচালয় ছিল না। তাই বারবার মা বাবার কাছে বাড়িতে শৌচালয় বানিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল ১৭ বছরের এক কিশোরী। কিন্তু তাঁর বিয়ের জন্য টাকা জমাতে হবে এই বলেই বাবা-মা মেয়ের অনুরোধকে এড়িয়ে গিয়েছে। আর তার জেরেই আত্মঘাতী হলেন ১৭ বছরের ওই তরুণী।

ঝাড়খণ্ডের দুমকা জেলার দ্বাদশ শ্রেণীর এই ছাত্রীর বাড়িতে শৌচালয় না থাকায় শৌচ কর্মের জন্য খোলা মাঠে যেতে হত তাকে। আর তার জন্য অত্যন্ত লজ্জিত বোধ করত সে। তাই বারবার বাড়িতে শৌচালয় বানানোর অনুরোধ জানিয়েছিল সে। কিন্তু তার কোনও কথায় কান দেননি তাঁর মা-বাবা। আর এক একমাত্র কারণবশত বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে আত্মহত্যা করেন ওই কিশোরী।

বাবা-মা বাড়িতে শৌচালয় না বানানোয় আত্মহত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর

আত্মঘাতী কিশোরীর মায়ের কথায়, "মেয়ে বারবার বলত এই গরমে শৌচকর্মের জন্য এতদূর যেতে হয়, তাই বাড়িতেই সবার আগে শৌচালয় বানানোর জন্য।"

দুমকার পুলিশ আধিকারিকের কথা. "বহুদিন ধরে বাড়িতে শৌচালয় বানানোর জেদ করছিল ওই কিশোরী। কিন্তু মা বলেন, তাঁরা গরীব, তাদের কাছে বেশি টাকা নেই, যেটুকু রয়েছে তা মেয়ের বিয়ের জন্য জমানো আছে। এই বলেই সবাই নিজের দৈনন্দিন কাজেকর্মে লেগে যান। এরপরই সবার অলক্ষ্যে আত্মহত্যা করে ওই কিশোরী।"

English summary
Refused Toilet at Home, Class 12 Student Allegedly Commits Suicide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X